US Open 2022: এক নম্বর স্বোয়াতেকের তৃতীয় গ্র্যান্ড স্লাম, ফ্লাশিং মিডোয় প্রথম

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 11, 2022 | 4:22 AM

Iga Swiatek: কেরিয়ারে তৃতীয় মেজর ট্রফি হলেও, যুক্তরাষ্ট্র ওপেনে এটিই প্রথম। এ বছর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ইগা। ফরাসি ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন।

US Open 2022: এক নম্বর স্বোয়াতেকের তৃতীয় গ্র্যান্ড স্লাম, ফ্লাশিং মিডোয় প্রথম
জয়ের আনন্দে আত্মহারা ইগা স্বোয়াতেক।
Image Credit source: TWITTER

Follow Us

নিউ ইয়র্ক : ঘটনা বহুল যুক্তরাষ্ট্র ওপেন (US Open 2022)। এখনও টুর্নামেন্ট শেষ হয়নি। তবে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন পাওয়া গেল কিছুক্ষণ আগেই। তিউনিশিয়ার অনস জাবেউরকে (Ons Jabeur) স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ইগা স্বোয়াতেক (Iga Swiatek)। পোল্যান্ডের এই তরুণী বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে। কেরিয়ারে তৃতীয় মেজর ট্রফি হলেও, যুক্তরাষ্ট্র ওপেনে এটিই প্রথম। এ বছর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ইগা। ফরাসি ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইগার চ্যাম্পিয়ন হওয়া, কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের অবসর, সব দিক থেকেই স্মরণীয় হয়ে থাকল এবারের যুক্তরাষ্ট্র ওপেন।

গত কয়েক বছর মেয়েদের টেনিসে দেখা গিয়েছে, নতুন অনেকেই উঠে আসছেন, কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারছেন না। কেউ বা একটা-দুটো গ্রান্ড স্লামেই আটকে যাচ্ছেন। ইগা স্বোয়াতেকের জয়ে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। সেরেনার অবসরের মঞ্চেই কি নতুন রানি পেল টেনিস বিশ্ব? গত কয়েক বছরের পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে, ইগার মতো ধারাবাহিকতা কেউ দেখাতে পারেননি মেয়েদের টেনিস। গত বছর ফরাসি ওপেন জিতেছেন। এ বারও লাল সুড়কিতে চ্যাম্পিয়ন। যুক্তরাষ্ট্র ওপেনে প্রথম বার ফাইনালে উঠেই শিরোপা। বিশ্বের এক নম্বরের মতোই পারফরম্যান্স।

অনস জাবেউরের বিরুদ্ধে ফাইনালে প্রথম সেট সহজেই জিতলেন ইগা। ৬-২ ব্যবধানে। ক্রমশ কাঁধ ঝুঁকে পড়ছিল জাবেউরের। প্রত্যাবর্তন করলেন দ্বিতীয় সেটে। ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। তবে ইগাকে সহজে জিততেও দিলেন না। ১ ঘণ্টা ৫১ মিনিটের লড়াই শেষে ইগা জিতলেন ৬-২, ৭-৬ (৭-৫)। ২০২০ ফরাসি ওপেন খেতাব জিতে নজির গড়েছিলেন ইগা। পোল্যান্ডের প্রথম মহিলা হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়েছিলেন। যুক্তরাষ্ট্র ওপেনে পোল্যান্ডের প্রথম মহিলা হিসেবে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন। ফাইনালে প্রথম সেট জিততে তাঁর সময় লাগল মাত্র ৩০ মিনিট। জাবেউর এ বছর উইম্বলডনের ফাইনালেও উঠেছিলেন। এ বার যুক্তরাষ্ট্র ওপেন। তিউনিশিয়ার ‘মিনিস্টার অব হ্যাপিনেস’ দুই মঞ্চেই রানার্স হয়েই থাকলেন।

Next Article