
কলকাতা: যা হয়, এ বারও তাই শুরু হয়ে গেছে। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে (T20 World Cup) আরও একটা ম্যাচ হারল পাকিস্তান। তবে অন্যান্য ম্যাচগুলোর সঙ্গে এই ম্যাচটাকে মেলানো যাবে না। মাত্র ১২০ রানের টার্গেট যেখানে, রান তাড়া করতে নেমে কোনও টিম ৬ রানে হারতে পারে, পাকিস্তানকে না দেখলে বিশ্বাস করা যেত না। বাবর আজমের টিম যেন মাঠে নেমেই ছিল হারার জন্য। ম্যাচের পর এমন অভিযোগই উঠে এসেছেন প্রাক্তন ক্রিকেটারদের তরফে। রশিদ লতিফ তো একধাপ এগিয়ে গিয়ে বলেছেন, পাকিস্তান টিমের এক ক্রিকেটার ইচ্ছে করে বল গিলেছেন।
এই ‘ইচ্ছে করে’ শব্দটা বারবার ঘুরে ফিরে আসে পাকিস্তান ক্রিকেটে। টিম হারলেই কাঠগড়ায় তারকারা। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ট্র্যাকরেকর্ড একেবারে ভালো নয় বাবরদের। সেই ইতিহাস এ বার পাল্টাল না। উল্টে যা পরিস্থিতি, ভারতের কাছে হারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হতে পারে বাবরদের। ফলে এখন আগ্নেয়গিরির উপর বসে রয়েছে পাকিস্তান টিম। এমন অগ্নিগর্ভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে রশিদ লতিফের অভিযোগ। তিনি সরাসরি কাঠগড়়ায় দাঁড় করিয়েছেন ইমা ওয়াসিমকে। ২৩ বলে ১৫ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ৬৫.২২। টি-টোয়েন্টিতে যা অপরাধ বলে ধরা যেতে পারে। ইমাদের বিরুদ্ধে একটি টিভি শো-তে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার লতিফের যুক্তি, ‘ইমাদের ইনিংস দেখুন, ও যেন রান করবে না বলে বল নষ্ট করছিল। যাতে রান তাড়া করতে গিয়ে আরও মুশকিল হয়।’
একা লতিফ নন, এ নিয়ে বিস্ফোরণ শুরু করে দিয়েছেন অধিকাংশ প্রাক্তন। যাঁদের তালিকায় রয়েছে শোয়েব আখতারও। পাকিস্তানের প্রাক্তন পেস বোলার বলে দিয়েছেন, ‘পাকিস্তান যে ভাবে খেলেছে, সারা দেশ ভেঙে পড়েছে। জেতার একটা তাগিদ তো দেখাবে। সুপার এইটে ওঠার যোগ্যতা কি এই টিমটার রয়েছে?