
নয়াদিল্লি: ভারতীয় ফুটবলে (Indian Football) নয়া বিতর্ক। আর তার কেন্দ্রে কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। গত বছর এশিয়ান কাপের (Asian Cup) যোগ্যতা পর্বে কম্বোডিয়া, আফগানিস্তান ও হংকংয়ের বিরুদ্ধে খেলেছিল ভারতীয় ফুটবল টিম। ওই তিন ম্যাচ এবং জর্ডনের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলেছিলেন সুনীল ছেত্রীরা। ওই চারটে ম্যাচের জন্য একাদশ বাছতে এক জ্যোতিষীর পরামর্শ নিয়েছিলেন স্টিমাচ। প্রথম টিমে কারা খেলবেন, তা হিসেব কষে ঠিক করে দিতেন ওই জ্যোতিষী। খেলার মাঠে বিতর্কের শেষ নেই। কিন্তু এমন আশ্চর্য ঘটনা কখনও দেখা যায়নি। স্টিমাচের এই জ্যোতিষী কাণ্ডে হতবাক হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল। কেন এমন করলেন বিদেশি কোচ, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। TV9Bangla Sports এ বিস্তারিত।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, গত বছর জুন-জুলাই মাসে ভূপেশ শর্মা নামে এক জ্যোতিষীকে কাজে লাগিয়েছিলেন স্টিমাচ। দু’মাস ভূপেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন জাতীয় কোচ। সে সময় এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচে কোন এগারো ফুটবলারকে মাঠে নামাবেন স্টিমাচ, সেটা ঠিক করে দিতেন ভূপেশ। তার জন্য নাকি ১২-১৫ লক্ষ টাকা নিয়েছিলেন ভুপেশ। জাতীয় কোচ ও জ্যোতিষীর মধ্যে ১০০টা মেসেজ চালাচালি হয়েছিল। ভূপেশকে একটি মেসেজে স্টিমাচ লিখেছেন, ‘হাই ভূপেশ, আপনার সঙ্গে দেখা করে কথা বলে ভালো লেগেছে। যে যে প্লেয়ারের নাম পাঠালাম, তাদের ব্যাপারে আপনার মতামত কী, জানাবেন।’ ভূপেশকে চার ফুটবলারের জন্ম তারিখ, মাস, বছর আর জন্মস্থান পাঠিয়েছিলেন স্টিমাচ।
খবরে তুলে ধরা হয়েছে ৯ জুন ২০২২ সালের কথা। তার দু’দিন পর যুবভারতীতে আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচ ছিল ভারতের। সে দিন স্টিমাচ ১১ ফুটবলারের একটি তালিকা পাঠিয়েছিলেন ভূপেশকে। ফুটবলারদের জন্মের তারিখ থেকে শুরু করে ম্যাচ শুরুর সময় পর্যন্ত দিয়েছিলেন স্টিমাচ। ওই তালিকায় ভূপেশ আবার মন্তব্য দিয়ে পাঠিয়েছিলেন। তাতে জ্যোতিষী লিখেছেন, ভালো, খুব ভালো করতে পারে, অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বেরোতে হবে, মাঝারি মানের দিন, ওর জন্য খুব ভালো দিন, আজকের ম্যাচের জন্য ঠিক নয়।’
ঘটনা হল, ভূপেশের সঙ্গে স্টিমাচকে আলাপ করিয়ে দিয়েছিলেন কুশল দাস। তখন তিনি ছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব। তিনিও স্বীকার করে নিয়েছেন, ‘এশিয়ান কাপে ভারত যোগ্যতা অর্জন করবে কিনা, তা নিয়ে আমি নিশ্চিত ছিলাম না। পরিস্থিতি ঠিকঠাক ছিল না। সেই কারণে আমি ভূপেশকে বলেছিলাম স্টিমাচের সঙ্গে যোগাযোগে থাকতে। যদি স্টিমাচের ভালো লাগে, তোমার সঙ্গে কাজ করবে।’
জ্যোতিষী বিতর্কে স্টিমাচ মুখ খোলেননি। বিদেশি কোচ সম্প্রতি নানা ব্যাপার নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এই বিতর্কে কী বলেন, মুখিয়ে রয়েছে ভারতের ফুটবল মহল।