IKF S3 Final: গ্রাসরুট স্তর থেকে ফুটবলার তুলে আনার প্রয়াস, পাশে TV9 Network
Football: প্রায় ১০ হাজার ফুটবলার ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির ৫০টি গ্রাম এবং শহরে হওয়া এই ফুটবলের ট্রায়ালে অংশ নিয়েছিল। ২০০৬-২০১১ সালে জন্মগ্রহণ করা ছেলেরা এবং ২০০৭-২০১১ সালে জন্মগ্রহণ করা মেয়েরা এই ট্রায়ালে যোগ দিয়েছিল। ১০ হাজার ফুটবলারদের মধ্যে ৫টি জোনাল ফাইনাল (নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ও নর্থ ইস্ট) দ্বারা ১৫০ জন প্রতিভাবান ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে।
নয়াদিল্লি: দেশের তরুণ ফুটবলারদের জন্য বিরাট সুযোগ নিয়ে হাজির ইন্ডিয়া খেলো ফুটবল (India Khelo Football)। ভারত (India) এবং সংযুক্ত আরব আমিরশাহির ৫০টি শহর ও গ্রামে ৮ মাস ধরে ট্রায়াল পিরিয়ড চলেছে। ৪ ফেব্রুয়ারি আমেদাবাদের একেএ এরিনায় হবে ইন্ডিয়া ফুটবল খেলোর ফাইনাল। ১৩-১৭ বছর বয়সী ১৫০ জন ছেলেমেয়েদের কাছে সুযোগ থাকছে দেশের সেরা ক্লাব এবং ফুটবল অ্যাকাডেমি গুলির নজরে আসার। ২০২০ সালে ইন্ডিয়া ফুটবল খেলোর সূচনা হয়েছিল। গ্রাসরুট স্তর থেকে ফুটবলারদের তুলে আনার জন্য এই অলাভজনক প্রয়াস শুরু করা হয়েছিল। এই ট্রায়ালগুলির একমাত্র উদ্দেশ্য হল উদীয়মান ফুটবলারদের শীর্ষ ভারতীয় ক্লাবগুলির (ISL এবং I-League) পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অ্যাকাডেমি এবং বিশ্ববিদ্যালয়গুলিতে খেলার ও শেখার সুযোগ করে দেওয়া।
ভারতে হওয়া সবচেয়ে বড় ফুটবল ট্রায়াল
প্রায় ১০ হাজার ফুটবলার ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির ৫০টি গ্রাম এবং শহরে হওয়া এই ফুটবলের ট্রায়ালে অংশ নিয়েছিল। ২০০৬-২০১১ সালে জন্মগ্রহণ করা ছেলেরা এবং ২০০৭-২০১১ সালে জন্মগ্রহণ করা মেয়েরা এই ট্রায়ালে যোগ দিয়েছিল। ১০ হাজার ফুটবলারদের মধ্যে ৫টি জোনাল ফাইনাল (নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ও নর্থ ইস্ট) দ্বারা ১৫০ জন প্রতিভাবান ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে। এ বার ইন্ডিয়া খেলো ফুটবলের ফাইনালে এই ফুটবলারদের কাছে সুযোগ থাকবে দেশের সেরা ক্লাব এবং অ্যাকাডেমিগুলির নজরে পড়ার।
জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, মুম্বই সিটি এফসি ও চেন্নাইয়িন এফসির মতো আইএসএলের ক্লাবগুলোর পক্ষ থেকে নজর রাখা হচ্ছে ইন্ডিয়া খেলো ফুটবলের ফাইনালে। এ ছাড়া আই লিগের ক্লাব – গোকুলাম কেরালা, দিল্লি এফসি, বরোদা এফএ, এআরএ, মহারাষ্ট্র অরেঞ্জ এফসি এবং ইউনাইটেড এসসি কলকাতার নজর থাকছে ইন্ডিয়া খেলো ফুটবলের তৃতীয় সংস্করণের ফাইনালে। দেশের বেশ কয়েকটি অ্যাকাডেমিও দেখবে এই উদীয়মান ফুটবলারদের। সেই অ্যাকাডেমিগুলি হল – এফসি মাদ্রাজ, জেডআইএনসি এফএ, আলফা স্পোর্টস অ্যাকাডেমি, আর্ডর এফএ, বিশাল বিহার ইউনাইটেড, স্পোর্ট্টো এবং নর্থার্ন ইউনাইটেড। TV9 নেটওয়ার্ক, ইন্ডিয়া খেলো ফুটবলের তৃতীয় সংস্করণের মিডিয়া পার্টনার। TV9 নেটওয়ার্ক এর ডিজিটাল প্ল্যাটফর্মে ফাইনালের কভারেজ দেখা যাবে।