
কলকাতা: জার্মানিকে (Germany) হারাতে পারলেই প্যারিস অলিম্পিকের (Paris Olympics) টিকিট পেত ভারতীয় মহিলা হকি টিম। বিশ্ব হকি সংস্থার অলিম্পিক যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় দুরন্ত লড়াই করেও ফাইনালে ওঠা এবং প্যারিসের কোটা পাওয়া হল না সবিতা পুনিয়াদের। সাডেন ডেথে হেরে গেল ভারতীয় মহিলা (India) হকি টিম। সেমিফাইনালে নির্ধারিত সময় শেষ হয় ২-২ গোলে। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
পেনাল্টি শুটআউটে ভারতের মেয়েরা ২-১ গোলে এগিয়ে গিয়েছিল। তার পর জার্মানি ৩-৩ করে। ৫টি করে টাইব্রেকার শটের পর শুরু হয় সাডেন ডেথের খেলা। সেখানে প্রথম সুযোগে দুই দলের কোনও প্লেয়াররা গোল করতে পারেননি। দ্বিতীয় সুযোগে ভারতের সোনিকা গোল করতে ব্যর্থ হন। জার্মানির লিজ়া নলতে গোল করে দলকে জেতান। ফলে শেষ অবধি ৩-৪ ব্যবধানে হেরে গেলেন সবিতারা। আর জার্মানির কাছে ভারতের হার গ্যালারিতে বসে হতাশ হয়ে দেখলেন ধোনি।
ভারতকে জার্মানির বিরুদ্ধে প্রথমে ১৫ মিনিটে এগিয়ে দিয়েছিলেন দীপিকা। এরপর ২৭ ও ৫৭ মিনিটে জোড়া গোল করে জার্মানিকে এগিয়ে দেন শার্লট স্ট্যাপেনহর্স্ট। তারপর ৫৯ মিনিটে ভারতকে সমতায় ফেরান ঈশিকা চৌধুরি। নির্ধারিত সময়ে খেলা যে কারণে ২-২ শেষ হয়। পুরো ম্যাচ জুড়ে বেশ কয়েকটি ভালো সেভ করেন সবিতা পুনিয়া। পেনাল্টি শুটআউটেও তিনি ভালো পারফর্ম করেছেন। কিন্তু সাডেন ডেথে সেভ না করতে পারায় সোনার স্বপ্নের পাশাপাশি প্যারিস অলিম্পিকের টিকিটের অপেক্ষাও বাড়ল ভারতের।
After a solid performance throughout the game, win alluded the team in sudden death (Shootout) after the Full time ended with a last minute equalizer from Ishika.
Germany are into the finals, we face Japan for the coveted 3rd spot.
FT:
Germany 🇩🇪 2 – India 🇮🇳 230’… pic.twitter.com/V4aliv8q8m
— Hockey India (@TheHockeyIndia) January 18, 2024
অবশ্য, ভারতের কাছে অলিম্পিক টিকিট জোগাড় করার সুযোগ থাকছে ব্রোঞ্জ পদকের ম্যাচে। সেখানে জাপানের বিরুদ্ধে নামবে ভারতের মেয়েরা। তাতে জিততে পারলেই মিলবে প্যারিস অলিম্পিকের টিকিট।