Argentina Football Team : ৪০ কোটির দাবি! হতে হতেও এক যুগ পর ভারতে হল না লিও মেসির ম্যাচ
AIFF : আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ইন্টারন্যাশনাল রিলেশন্সের শীর্ষ কর্তা পাবলো জোয়াকুইন দিয়াস কথা চালাচ্ছিলেন এআইএফএফের সঙ্গে।
পানাজি: এক যুগ পর আবার লিওনেল মেসিকে খেলতে পারতেন ভারতে। ২০১১ সালে ২ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছিলেন এলএম টেন। তখনও মেসি ঈশ্বর হননি। বিশ্বকাপ তোলেননি হাতে। তাতেও উন্মাদনা কম ছিল না। ফুটবলের মক্কা কলকাতা তো বটেই, সারা দেশ ঝাঁপিয়ে পড়েছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে মেসি (Lionel Messi) এবং আর্জেন্টিনার (Argentina Football Team) ফ্রেন্ডলি ম্যাচ দেখার জন্য। সেই লিও মেসিকে ১২ বছর পর আবার দেখা যেতে পারত ভারতের মাটিতে। তা হতে হতেও হল না। অনেক দূর কথা এগোলেও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF)। জুন মাসে ১২ অথবা ২০ তারিখ সুনীল ছেত্রীদের ভারতীয় টিমের বিরুদ্ধে হতে পারত ফ্রেন্ডলি ম্যাচ। কেন হল না? মূলত টাকার জন্য। TV9 Bangla Sports পুরো ঘটনা এই প্রতিবেদনে তুলে ধরল।
সর্বভারতীয় সংবাদপত্র Times Of India এক প্রতিবেদনে এই খবর প্রকাশ্যে এনেছে। তাতে জানা গিয়েছে, আর্জেন্টিনায়র ফুটবল ফেডারেশন এশিয়ার দুটো টিমের টিমের বিরুদ্ধে ১২ ও ২০ জুন দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছিল। ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলার আগ্রহ প্রকাশ করেছিল তারা। কিন্তু আর্থিক কারণেই পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এআইএফএফ। ফেডারেশনের সচিব সাজি প্রভাকরনের কথায়, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ফ্রেন্ডলি খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু বিপুল আর্থিক চাহিদার কারণে সেটা সম্ভব হয়নি। আর্জেন্টিনার মতো টিমের বিরুদ্ধে খেলার জন্য খুব শক্তিশালী পার্টনার দরকার ছিল। কারণ, আর্জেন্টিনা এই ম্যাচ খেলার জন্য যে অর্থ দাবি করেছিল, সেটা মেটানো সহজ ছিল না। আর্থিক ভাবে আমাদের দেশের ফুটবল এখনও ততটা ভালো জায়গায় পৌঁছয়নি।’
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ইন্টারন্যাশনাল রিলেশন্সের শীর্ষ কর্তা পাবলো জোয়াকুইন দিয়াস কথা চালাচ্ছিলেন এআইএফএফের সঙ্গে। বিশ্বকাপ জেতার পর সারা বিশ্ব জুড়ে আর্জেন্টিনার চাহিদা এক ঝটকায় অনেকখানি বেড়ি গিয়েছে। ভারতে খেলতে আসতে ৩২ থেকে ৪০ কোটি টাকা অ্যাপিয়ারেন্স মানি নিত মেসির দেশ। যে চাহিদা মেটানো সম্ভব ছিল না ফেডারেশনের পক্ষে। ওই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত অর্থ, টিভি কিংবা ডিজিটাল মাধ্যম থেকে যে টাকা আয় হত, তাতেও ৪০ কোটি টাকার খামতি পূরণ করা সম্ভব ছিল না। তা ছাড়া সময়সীমাও অত্যন্ত কম ছিল। যে কারণে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা এই মুহূর্তে বিশ্বের সেরা টিম। ভারতীয় টিম বহু পিছনে। ১০১ ব়্যাঙ্কিং ভারতীয় টিমের। সুনীল ছেত্রীদের সঙ্গে খেললেও ওই ম্যাচ খুব একটা আকর্ষণীয় হত না, তাও মেনে নিয়েছিল ফেডারেশন।