India Vs England: আগামী বছর আবার ইংল্যান্ড সফরে বিরাটের দল

TV9 Bangla Digital | Edited By: sushovan mukherjee

Sep 08, 2021 | 4:54 PM

করোনা (Covid-19) আবহে প্রত্যেক দলের বিদেশ সফর এখন সময় সাপেক্ষ। টেস্ট, একদিনের ম্যাচ ও টি-২০ ম্যাচ মিলিয়ে পূর্ণাঙ্গ সূচি তৈরি করতে হিমসিম খেতে হচ্ছে বোর্ড গুলিকে। কারণ খেলার পাশাপাশি একটা বড় সময় দিতে হচ্ছে কোয়ারান্টিন পর্বের জন্য।

India Vs England: আগামী বছর আবার ইংল্যান্ড সফরে বিরাটের দল
আগামী বছর ফের বিলেত সফরে কোহলিরা। ছবি: টুইটার

Follow Us

লন্ডন: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি সফর এখনও শেষ হয়নি। তার আগেই ইংল্যান্ড বোর্ড (England Cricket Board) জানিয়ে দিল আগামী বছর আবার ইংল্যান্ডে আসবে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে লাল বলে নয় সেবার লড়াই হবে সাদা বলে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) তাদের আগামী মরসুমের ক্রিকেট ক্যালেন্ডার ঘোষণা করল। আর তাতেই জুলাই মাসে ভারতের ইংল্যান্ড সফরের উল্লেখ।

ভারতের ইংল্যান্ড সফর (টি-২০ সিরিজ)

জুলাই ১, ২০২২ – প্রথম ম্যাচ (ওল্ড ট্র্যাফোর্ড)
জুলাই ৩, ২০২২- দ্বিতীয় ম্যাচ (ট্রেন্ট ব্রিজ)
জুলাই ৬, ২০২২- তৃতীয় ম্যাচ (এজেস বোল)

ভারতের ইংল্যান্ড সফর (একদিনের সিরিজ)

জুলাই ৯, ২০২২ – প্রথম ম্যাচ (এজবাস্টন)
জুলাই ১২, ২০২২ – দ্বিতীয় ম্যাচ (কিয়া ওভাল)
জুলাই ১৪, ২০২২ – তৃতীয় ম্যাচ (লর্ডস)

 

আরও পড়ুন: T20 WORLD CUP : রাত ৯টায় বিশ্বকাপের দল ঘোষণা

করোনা (Covid-19) আবহে প্রত্যেক দলের বিদেশ সফর এখন সময় সাপেক্ষ। টেস্ট, একদিনের ম্যাচ ও টি-২০ ম্যাচ মিলিয়ে পূর্ণাঙ্গ সূচি তৈরি করতে হিমসিম খেতে হচ্ছে বোর্ড গুলিকে। কারণ খেলার পাশাপাশি একটা বড় সময় দিতে হচ্ছে কোয়ারান্টিন পর্বের জন্য। এই পরিস্থিতিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে যা সময় লাগছে আগের অবস্থায় ততদিনে দুটি সিরিজ আয়োজন করতে পারত বোর্ডগুলি। কিন্তু বর্তমানে ২০২১ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে ভারত। আর ২০২২ গিয়ে সীমিত ওভারের ম্যাচগুলি খেলবে ভারত।

১০ তারিখ থেকে ভারত-ইংল্যান্ড (India Vs England) চতুর্থ টেস্ট শুরু হবে। তারপরই ভারতীয় দলের ক্রিকেটাররা চলে আসবেন দুবাই (Dubai)। সেখানে প্র্থম আইপিএলের দ্বিতীয় অংশ এবং টি-২০ বিশ্বকাপে অংশ নেবে টিম ইন্ডিয়া। তারপর দেশে ফিরবেন বিরাটরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনাল খেলতে জুন মাসে ইংল্যান্ড গিয়েছিল ভারতীয় দল।

Next Article