AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OLYMPICS: রিড নয়, মোদীর পেপ টকেই চাঙ্গা মনপ্রীতরা

এ প্রসঙ্গে তিনি বলেন, 'সেমিফাইনালে হারের পর আমরা সবাই হতাশ হয়ে পড়েছিলাম। আচমকাই কোচ আমাদের সামনে এসে বলে প্রধানমন্ত্রী (Prime Minister) কথা বলতে চান। তিনি আমাদের বলেন, আমরা সবাই ভালো খেলেছি হতাশ হওয়ার কিছু নেই। পরের ম্যাচে ফোকাস করো। গোটা জাতি তোমাদের জন্য গর্বিত। এই পেপ টকেই আমরা উজ্জীবিত হয়ে যাই।'

OLYMPICS: রিড নয়, মোদীর পেপ টকেই চাঙ্গা মনপ্রীতরা
মোদীর পেপ টকেই উদ্বুদ্ধ হন মন্প্রীতরা। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 8:05 PM
Share

টোকিও: অলিম্পিকে (Olympics) সেমিফাইনালে বেলজিয়ামের (Belgium) কাছে হারের পরও দুরন্ত প্রত্যাবর্তন করেন মনপ্রীতরা। জার্মানির (Germany) বিরুদ্ধে ১-৩ পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেন সিমরনজিৎরা। ব্রোঞ্জ পেয়ে হকিতে পদক খরা কাটিয়েছে ভারত (Indian Hockey Team)। ৪১ বছর পর অলিম্পিক হকিতে (Hockey) এসেছে পদক। আবারও ভারতের হকি নিয়ে তৈরি হয়েছে উন্মাদনা। বেলজিয়ামের কাছে হারের পরও কী ভাবে ঘুরে দাঁড়াল ভারত (India)? অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh) বলছেন, প্রধানমন্ত্রীর (Prime Minister) পেপ টকেই উজ্জীবিত হয়েছিলেন তাঁরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেমিফাইনালে হারের পর আমরা সবাই হতাশ হয়ে পড়েছিলাম। আচমকাই কোচ আমাদের সামনে এসে বলে প্রধানমন্ত্রী (Prime Minister) কথা বলতে চান। তিনি আমাদের বলেন, আমরা সবাই ভালো খেলেছি হতাশ হওয়ার কিছু নেই। পরের ম্যাচে ফোকাস করো। গোটা জাতি তোমাদের জন্য গর্বিত। এই পেপ টকেই আমরা উজ্জীবিত হয়ে যাই।’

আরও পড়ুন: Ravi Shastri: টি-২০ বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়তে পারেন শাস্ত্রী: সূত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ওই ইতিবাচক বার্তাই মনোবল বাড়িয়ে দেয় মনপ্রীতদের। সমস্ত গ্লানি, হতাশা ভুলতে বাকি একটা ম্যাচকেই বেছে নেন হার্দিক সিংরা (Hardik Singh)। মনপ্রীত বলেন, ‘আমরা নিজেরা আলোচনা করি, আমাদের হাতে আর ৬০ মিনিট সময় আছে। এই ৬০ মিনিট যদি আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিই, তা হলে হাসি মুখে বাড়ি ফিরতে পারব।’