Bangla News Sports Indian Super League: Chennaiyin FC vs Mohun Bagan ISL Match at Chennai Preview check details in Photos
MBSG, ISL 2024-25: হ্যাটট্রিকের পর ড্র, অ্যাওয়ে ম্যাচে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান
Chennaiyin FC vs Mohun Bagan Preview: গত বারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান। এ বারের আইএসএলেও দুরন্ত ছন্দে। টানা তিন ম্যাচ জয়ের পর গত ম্যাচে অবশ্য ড্র করেছিল। জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল। মঙ্গলবার চেন্নায়িন এফসির বিরুদ্ধে আবারও অ্যাওয়ে ম্যাচ। জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান।
1 / 8
ইন্ডিয়ান সুপার লিগে গত বারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান। এ বারের আইএসএলেও দুরন্ত ছন্দে সুপার জায়ান্ট।
2 / 8
টানা তিন ম্যাচ জয়ের পর গত ম্যাচে অবশ্য ড্র করেছিল। জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল।
3 / 8
মঙ্গলবার চেন্নায়িন এফসির বিরুদ্ধে আবারও অ্যাওয়ে ম্যাচ। জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান। শিল্ড ধরে রাখাই লক্ষ্য।
4 / 8
গত দু-ম্যাচে তাদের পারফরম্যান্সে অবশ্য় কিছুটা যেন আত্মতুষ্টির ছাপ ধরা পড়েছে। সতর্ক না হলে ছন্দপতন হবে। মোহনবাগান কোচে হোসে মোলিনা যা নিয়ে বহু আগেই বলে আসছিলেন।
5 / 8
এ বারের আইএসএলে ১৬টি ম্যাচ খেলেছে মোহনবাগান। হার মাত্র দুটি। এই টিমকে নিয়ে সমর্থকরা বড় স্বপ্ন দেখবেন এটাই স্বাভাবিক। কিন্তু আইএসএলের মতো দীর্ঘ লিগে অনেক কিছুই হতে পারে।
6 / 8
অনেক সময়ই দেখা যায় কোনও দল শুরু থেকে ভালো খেললেও শেষ দিকে খেই হারায়। আবার উল্টোটাও দেখা যায়। শুরুটা খারাপ হলেও ঘুরে দাঁড়ায়। মোহনবাগান অবশ্য ছন্দ ধরে রাখতেই মরিয়া।
7 / 8
মঙ্গলের প্রতিপক্ষ চেন্নায়িন এফসিকে নিয়ে অনুমান করা কঠিন। তারা এমনই একটা টিম, কখনও খুব ভালো খেলে প্রতিপক্ষকে প্রবল চাপে ফেলে দেয়। মোহনবাগানকেও যে চাপে ফেলা সম্ভব, গত ম্যাচে জামশেদপুর এফসি তা দেখিয়ে দিয়েছে।
8 / 8
মোহনবাগানের আক্রমণ ভাগকে নিয়েও প্রশ্ন উঠছে। একঝাঁক তারকা। সুযোগ তৈরি হচ্ছে প্রচুর। কিন্তু সেই অর্থে গোল হচ্ছে না। চেন্নায়িনের বিরুদ্ধে ভুল শুধরে দাপুটে জয়েই নজর মোহনবাগানের। সব ছবি: মোহনবাগান X হ্যান্ডল