Sania Mirza: শোয়েবের তৃতীয় বিয়ের জের! স্কুলে হেনস্থার শিকার ইজহান, দুবাই ছাড়লেন সানিয়া
২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়। ২০১৮ সালে তাঁদের একমাত্র পুত্র সন্তান ইজহানের জন্ম। বেশিরভাগ সময় ইজহান মা সানিয়ার সঙ্গেই থাকে। নিজেদের সম্পর্ক তিক্ত হলেও ছেলের জন্মদিনে এক ছাদের তলায় বরাবর হাজির হন সানিয়া এবং শোয়েব। ইজহানের বয়স মাত্র ৬ বছর। এই অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ দেখল ইজহান। যে কারণে মানসিক চাপ বেড়েছে সানিয়া-পুত্রর।

কলকাতা: ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা (Sania Mirza) ও পাক ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) ডিভোর্স হয়েছে। পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নতুন সংসার বেঁধেছেন শোয়েব। তাঁর তৃতীয় বিয়ের খবর রীতিমতো সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে সানিয়া ও শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু দু’জনই প্রকাশ্যে সেই খবর জানাননি। সানা জাভেদের সঙ্গে শোয়েবের তৃতীয় বার নিকাহ হওয়ার পর সকলে খোঁজ নেওয়া শুরু করেন সানিয়ার সঙ্গে তাঁর ডিভোর্স নিয়ে। সকলেই সানিয়ার পাশে দাঁড়িয়েছেন। এমনকি শোয়েবের পরিবারও সানিয়ার পাশে রয়েছে। এই সব কিছুর মধ্যে বিরাট মানসিক ধাক্কা খেয়েছে সানিয়া ও শোয়েবের একমাত্র ছেলে ইজহান। সে মানসিক দিক থেকে এতটাই বিপর্যস্ত যে স্কুলেও যেতে পারছে না।
২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়। ২০১৮ সালে তাঁদের একমাত্র পুত্র সন্তান ইজহানের জন্ম। বেশিরভাগ সময় ইজহান মা সানিয়ার সঙ্গেই থাকে। নিজেদের সম্পর্ক তিক্ত হলেও ছেলের জন্মদিনে এক ছাদের তলায় বরাবর হাজির হন সানিয়া এবং শোয়েব। ইজহানের বয়স মাত্র ৬ বছর। এই অল্প বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ দেখল ইজহান। যে কারণে মানসিক চাপ বেড়েছে সানিয়া-পুত্রর। শুধু তাই নয়, শোনা গিয়েছে বাবার তৃতীয় বিয়ের কারণে স্কুলেও যেতে পারছে না ইজহান। পাক সাংবাদিক নইম হানিফ জানিয়েছেন, সানিয়া তাঁকে এই বিষয়ে জানিয়েছেন।
দুবাইয়ের স্কুলেই শোয়েব-সানিয়ার ছেলে ইজহান পড়াশোনা করে। শোনা গিয়েছে, ছেলেকে স্কুলে শোয়েবের তৃতীয় বিয়ের জন্য হেনস্থা হতে হয়েছে বলে সানিয়া তাকে নিয়ে ভারতে চলে এসেছেন। শুধু তাই নয়, আর দুবাইয়ে তিনি থাকতেও চাইছেন বলে শোনা গিয়েছে। হায়দরাবাদে সানিয়ার বাড়ি রয়েছে। সেখানেই এ বার ছেলেকে নিয়ে এসেছেন তিনি।





