Indian Hockey : বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচ, হেরেও দৌড়ে রইল ভারতীয় মহিলা হকি দল

শেষ মুহূর্ত অবধি লড়াই করেও ৪-৩ ব্যবধানে হার। তবে ক্রসওভার ম্য়াচের যোগ্যতা অর্জন করল ভারত।

Indian Hockey : বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচ, হেরেও দৌড়ে রইল ভারতীয় মহিলা হকি দল
ভারত অধিনায়ক সবিতা পুনিয়া।Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 1:13 AM

আমস্টারডাম : মেয়েদের হকি বিশ্বকাপে প্রথম দু ম্য়াচে ইংল্য়ান্ড এবং চিনের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। দু ম্যাচেই পিছিয়ে থেকে ড্র করেছিল ভারতীয় মহিলা হকি দল। দিনের প্রথম ম্যাচে চিনকে ২-০ ব্যবধানে হারায় ইংল্য়ান্ড। ফলে পয়েন্ট টেবিলে তিন নম্বরে ছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলে সরাসরি কোয়ার্টার ফাইনাল। ড্র করলেও সুযোগ থাকত। তবে ২ গোল বা তার বেশি ব্যবধানে হারলে সম্ভাবনা কমত ভারতের। শেষ মুহূর্ত অবধি লড়াই করেও ৪-৩ ব্যবধানে হার। তবে ক্রসওভার ম্য়াচের যোগ্যতা অর্জন করল ভারত। সেখানে জিততে পারলে কোয়ার্টার ফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্য়াচে প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ভারত। ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোল। লালরেমসিয়ামির পাস থেকে ফিল্ড গোল বন্দনা কাটারিয়ার। এবারের বিশ্বকাপে তৃতীয় গোল বন্দনার।

খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ভারত। প্রথম কোয়ার্টারের ৪ মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় নিউজিল্য়ান্ড। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার পায় ভারত। যদিও বল লক্ষ্যেই রাখতে পারেননি সহ অধিনায়ক দীপ গ্রেস এক্কা। ২-১ এগিয়ে যায় নিউজিল্য়ান্ড। বিরতির পর হাড্ডাহাড্ডি লড়াই। তৃতীয় কোয়ার্টার রোমাঞ্চকর। নিউজিল্য়ান্ড ৩-১ এগিয়ে যাওয়ায় ভারতের কোয়ার্টার ফাইনালের রাস্তা অনিশ্চিত হয়ে পড়ে। ভারতের আশা জিইয়ে রাখেন লালরেমসিয়ামি। স্কোরলাইন ২-৩ করেন তিনি। চতুর্থ কোয়ার্টারে শেষদিকে পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল নিউজিল্য়ান্ডের। সময় কমতে থাকে। ভারতের আশাও। শেষ মুহূর্তে গোল করে ফের ভারতকে ম্য়াচে ফেরান গুরজিৎ কৌর। শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার পায় ভারত। গোল হয়নি। আবারও পেনাল্টি কর্নারের আবেদন ওঠে। ভিডিও রেফারেলে আবেদন খারিজ হয়। নিউজিল্য়ান্ড ৪-৩ ব্যবধানে জিতে সরাসরি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।