Novak Djokovic: চোটে স্বপ্নভঙ্গ, ওয়াকওভার দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নোভাক জকোভিচের

Jan 24, 2025 | 3:24 PM

Australian Open 2025: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ওয়াকওভার দিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা জকোভিচ। রড লেভার এরিনায় মাত্র এক সেট খেলেই অজি ওপেনের ফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ।

Novak Djokovic: চোটে স্বপ্নভঙ্গ, ওয়াকওভার দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নোভাক জকোভিচের
চোটে স্বপ্নভঙ্গ, ওয়াকওভার দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নোভাক জকোভিচের
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের সামনে দাঁড়িয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। আর সেখানে চোটই কাল হয়ে দাঁড়াল। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) সেমিফাইনালে ওয়াকওভার দিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা জকোভিচ। রড লেভার এরিনায় মাত্র এক সেট খেলেই অজি ওপেনের ফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ।

পায়ের পেশিতে চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হলেন জকোভিচ। সেমিফাইনালের আগে তাই তিনি অনুশীলনও করেননি। আপাতত ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জেতা হল না জোকারের। ৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা সেমিফাইনালে নেমেছিলেন বাঁ পায়ে মোটা স্ট্র্যাপ লাগিয়ে। ম্যাচে জেরেভকে ওয়াকওভার দেওয়ার পর জকোভিচ জানান, প্রথম সেটের শেষের দিকে তাঁর ব্যথা বাড়ছিল। যে কারণে, তিনি ম্যাচ ছাড়তে বাধ্য হন।

৭(৭)-৫(৫) ফলে প্রথম সেট জেতেন আলেকজান্ডার জেরেভ। তারপরই ম্যাচ থেকে সরে দাঁড়ান জকোভিচ। তিনি জানিয়ে দেন, চোটের কারণে তাঁর আর খেলা সম্ভব হচ্ছে না। এই নিয়ে টানা ৫টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে হারলেন নোভাক জকোভিচ। যার ফলে তাঁর কেরিয়ারের গ্র্যান্ড স্লামের সংখ্যা ২৪-এই আটকে রইল।

এক সেটেই জোকার ও জেরেভের সেমিফাইনাল ম্যাচ শেষ হওয়ায় খুশি হননি রড লেভার এরিনায় আসা দর্শকরা। জকোভিচ ম্যাচ ছাড়তেই তাঁকে খোঁচা দিতে থাকেন দর্শকরা। সেই সময় জকোভিচ অবশ্য পাশে পেয়েছেন প্রতিপক্ষকে। জেরেভ বলেন, ‘চোট পেয়ে বেরিয়ে যাওয়া কোনও প্লেয়ারকে দয়া করে এই ভাবে কেউ বিদ্রুপ করবেন না। আমি জানি সকলে অর্থ খরচ করে টিকিট কেটেছেন। আর দর্শকরা পাঁচ সেটের একটা ভালো লড়াই দেখতে চেয়েছিলেন। তবে আমাদের এটাও বুঝতে হবে, জোকোভিচ এই খেলাটার জন্য গত ২০ বছর ধরে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে। কুঁচকির চোট, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও এই টুর্নামেন্ট আগে ও জিতেছে। যদি চোটের জন্য ও খেলতে না পারে, তা হলে সেটাকেও সম্মান করা উচিত।’

Next Article