Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UEFA Champions League: এক যুগ পর, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান

Inter Milan vs AC Milan : আগামী ১০ জুন ইস্তানবুলে হয় ১৪বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ অথবা ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে ইন্টার মিলান।

UEFA Champions League: এক যুগ পর, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 11:30 AM

সান সিরো: চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) সেমিফাইনালের প্রথম লেগে শহুরে প্রতিপক্ষ এসি মিলানের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ইন্টার মিলান। ফিরতি লেগেও তার পরিবর্তন হল না। মঙ্গলবার রাতে সান সিরো স্টেডিয়ামে প্রত্যাবর্তন দেখা যায়নি। বরং এ বারও চিরপ্রতিদ্বন্দ্বীদের ১-০ গোলে হারিয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল ইন্টার মিলান (Inter Milan)। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে এগিয়ে ইউরোপ সেরা ফুটবল ক্লাবের লড়াইয়ের শেষ ধাপে পৌঁছে গিয়েছে ইন্টার। শেষবার দলটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল ২০১০ সালে। এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান। আগামী ১০ জুন ইস্তানবুলে হয় ১৪বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ অথবা ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে তারা। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হয়ে যাবে বুধবার রাতে। ইস্তানবুলের টিকিটের জন্য মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি। বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এদিনের ম্যাচের নায়ক লাউতারো মার্টিনেজ। তাঁর একমাত্র গোলে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে ফাইনালে পা রেখেছে ইন্টার। সান সিরো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৭৪তম মিনিটে ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দেন মার্টিনেজ। এসি মিলানের কামব্যকের স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায়। রোমেলু লুকাকুর সঙ্গে ওয়ান টু খেলে দারুণ শটে দলকে এগিয়ে দেন। এরপর আর ম্যাচে কোনও গোল হয়নি। শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়রাই মাঠে কান্নায় ভেঙে পড়েন। কারও পরাজয়ের যন্ত্রণা, কারও চোখে আনন্দাশ্রু। ২০১০ সালে হোসে মোরিনহোর আমলে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল ইন্টার। বায়ার্ন মিউনিখকে হারিয়ে সে বার ট্রফি উঠেছিল তাদেরই হাতে।

আর্জেন্টাইন ফুটবলার লাউতারো মার্টিনেজের কেরিয়ারে সময়টা খুব ভালো চলছে। সদ্য ফুটবল বিশ্বকাপ জিতেছেন। এ বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। এক মরসুমে একসঙ্গে দেশের হয়ে ও ক্লাবের হয়ে সেরা প্রতিযোগিতা জয়ের বিরল সম্মান অপেক্ষা করছে মার্টিনেজের সামনে। আগামী ১০ জুন ইস্তানবুলে তাঁদের প্রতিপক্ষ যেই হোক, ইতিহাস গড়ার লক্ষ্য থাকবে মার্টিনেজের।