মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা তিলক ভার্মা আইপিএলের শুরুর দিকে দারুণ ছন্দে ছিলেন। মাঝে চোট পেয়ে ছন্দ হারান। তবে মুম্বইয়ের জার্সিতে বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা তিলকের প্রশংসায় পঞ্চমুখ। (ছবি:টুইটার)
অদম্য জেদ, কঠিন পরিশ্রম ও লড়াইয়ের ফসল রিঙ্কু সিং। কেকেআর তারকা ২০২৩ আইপিএলে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্য দাবিদার আলিগড়ের ব্যাটার। (ছবি:টুইটার)
গুজরাট টাইটান্স তারকা সাই সুদর্শন। তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে রেকর্ড ভালো। বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনেও পারদর্শী। (ছবি:টুইটার)
২২ বছরের প্রভসিমরন সিং পঞ্জাবের হয় ঘরোয়া ক্রিকেটে খেলেন। এই ডানহাতি ব্যাটার উইকেটের পিছনেও সমান পারদর্শী। চলতি আইপিএলে একটি সেঞ্চুরি রয়েছে প্রভসিমরনের। আন্তর্জাতিক মঞ্চে পা রাখার জন্য তৈরি পঞ্জাব কা পুত্তর।(ছবি:টুইটার)
আরও এক তরুণ প্রতিভা তুলে এনেছে কেকেআর। সূয়াশ শর্মা। কলকাতার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা এই মিষ্ট্রি স্পিনারের কথা ভেবে দেখতেই পারে বোর্ড। (ছবি:টুইটার)
২০২৩ আইপিএল জুড়ে লাইমলাইটে ছিলেন যশস্বী জয়সওয়াল। জস বাটলার, সঞ্জু স্যামসনের মতো ব্যাটারদের পাশেও তিনি নজর কেড়ে নিয়েছেন বিধ্বংসী ব্যাটিংয়ে। সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন যশস্বী। (ছবি:টুইটার)
চেন্নাই সুপার কিংসের তরুণ পেসার তুষার দেশপান্ডে। এখনও পর্যন্ত তাঁর উইকেট সংখ্যা ২১। পার্পল ক্যাপের তালিকায় প্রথম পাঁচের মধ্যে রয়েছেন। (ছবি:টুইটার)
এ বারের আইপিএলের অন্যতম সেরা খোঁজ আকাশ মাধওয়াল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সুযোগ পেতেই বাজিমাত করেছেন আকাশ। উত্তরাখণ্ডের পেসারের ঝুলিতে প্লে অফের সেরা বোলিং রয়েছে। ৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। (ছবি:টুইটার)