
বহুদিন পর...। কর্তাদের সঙ্গে যতই মতবিরোধ থাকুক, ক্লাবের থেকে মুখ ফেরাননি সবুজ মেরুন সমর্থকরা। গ্য়ালারিতে ৫০ হাজারের বেশি সমর্থক সাক্ষী রইলেন অনবদ্য় একটা জয়ের। ছবি : রাহুল সাধুখাঁ

টাইব্রেকারে প্রথম শটে গোল করে সবুজ মেরুন শিবিরে আত্মবিশ্বাস এনে দেন পেত্রাতোস। ছবি : রাহুল সাধুখাঁ

টাইব্রেকারে অধিনায়ক প্রীতম কোটালের শটেই জয় নিশ্চিত হয় এটিকে মোহনবাগানের। ছবি : রাহুল সাধুখাঁ

এটিকে মোহনবাগান দুর্গ রক্ষা করেছেন বিশাল কাইথ। গোল্ডেন গ্লাভসও জিতেছেন। জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে। ছবি : রাহুল সাধুখাঁ

ফাইনালে এটিকে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। শনিবার ফতোরদা স্টেডিয়ামে ট্রফির ম্যাচ। ছবি : রাহুল সাধুখাঁ

বাঁধনহারা উচ্ছ্বাসের আরও একটা মুহূর্ত। এখনও একটা ধাপ বাকি। জিতলেই ট্রফি ছবি : রাহুল সাধুখাঁ

সেমিফাইনালে দুই লেগেই ক্লিনশিট রেখেছেন এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। ছবি : রাহুল সাধুখাঁ