ISL Season 10: পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস জয়, চারে চার মোহনবাগানের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 01, 2023 | 10:51 PM

Mohun Bagan Super Giant vs Jamshedpur FC Match Report: প্রায় এক সপ্তাহ আগে শেষ ম্যাচ খেলেছিল মোহনবাগান। এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে ড্র। বেশ কয়েক দিনের বিরতির পর আইএসএলে জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান। হুগো বোমাস না থাকায় মাঝমাঠে বেশ কিছুটা সমস্যা ছিল। শুরুতেই গোল খাওয়ায় সেই অভাবটা আরও ভালো ভাবে টের পাওয়া যায়। ঘরের মাঠে জামশেদপুর এফসিকে লিড দেন মহম্মদ সানান।

ISL Season 10: পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস জয়, চারে চার মোহনবাগানের
Image Credit source: X

Follow Us

জামশেদপুর: ইন্ডিয়ান সুপার লিগে গত বারের চ্যাম্পিয়ন। এ বারও মরসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে মোহনবাগানের। এএফসি কাপে গত ম্যাচ ড্র করেছিল সবুজ মেরুন। আইএসএলে জয়ের ধারা বজায় থাকল। লাগাতার দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে জয় মোহনবাগানের। এর আগে অ্যাওয়ে ম্যাচে চেন্নায়িন এফসিকে হারিয়েছিল তারা। এ দিন জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয়। পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রায় এক সপ্তাহ আগে শেষ ম্যাচ খেলেছিল মোহনবাগান। এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে ড্র। বেশ কয়েক দিনের বিরতির পর আইএসএলে জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান। হুগো বোমাস না থাকায় মাঝমাঠে বেশ কিছুটা সমস্যা ছিল। শুরুতেই গোল খাওয়ায় সেই অভাবটা আরও ভালো ভাবে টের পাওয়া যায়। ঘরের মাঠে জামশেদপুর এফসিকে লিড দেন মহম্মদ সানান। বেশ কিছু চেষ্টার পর অবশেষে ২৯ মিনিটে সমতা ফেরায় মোহনবাগান। গোল করেন আর্মান্দো সাদিকু।

দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল মোহনবাগানের। দ্বিতীয়ার্ধের শুরুতেই সবুজ মেরুনকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। সেটিই হয়তো জয়সূচক গোল হতে পারত। ম্যাচের ৬৭ মিনিটে জামশেদপুর গোলকিপার রেহনেশ লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন। জামশেদপুর ১০ জনে পরিণত হয়। সেই সুযোগ নষ্ট করেনি মোহনবাগান। ৮০ মিনিটে কিয়ান নাসিরির গোলে ৩-১’এর লিড নেয় মোহনবাগান। যদিও শেষ অবধি এই স্কোরলাইন ধরে রাখা যায়নি।

নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে পেনাল্টি থেকে আরও একটি গোল শোধ করে জামশেদপুর। তাদের হয়ে পেনাল্টিতে গোল স্টিভ আম্বরির। প্রায় ১০ মিনিট সংযুক্তি সময় দিলেও স্কোর লাইনে আর কোনো বদল হয়নি। ৩-২ ব্যবধানে জয় মোহনবাগানের। চার ম্যাচে ফুল পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে সবুজ মেরুন।

Next Article