২০২১ ক্লাব বিশ্বকাপের আয়োজক জাপান, জানাল ফিফা

জাপান (Japan) ২০২১ সালে ফিফা (FIFA) ক্লাব বিশ্বকাপ (Club World Cup) আয়োজন করবে। শুক্রবার ফিফা কাউন্সিলের বৈঠক শেষে এমনটাই জানালেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।

২০২১ ক্লাব বিশ্বকাপের আয়োজক জাপান, জানাল ফিফা
ফিফার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ফিফা সভাপতি। ছবি সৌজন্যে - টুইটার (ফিফা)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2020 | 5:08 PM

TV9 বাংলা ডিজিটাল : করোনার কারণে ২০২০-র ক্লাব বিশ্বকাপ (Club World Cup) এখনও স্থগিত রয়েছে। শুক্রবার ফিফা (FIFA) কাউন্সিলের বৈঠকের পর, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেন, জাপান (Japan) ২০২১ সালে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে। স্থগিত থাকা ২০২০-র সংস্করণটির আয়োজন করবে কাতার। ২০২০-র বদলে এটি হবে ২০২১ সালের ১-১১ ফ্রেবুয়ারি। এতে মোট ৭টি দল অংশ নেবে। বর্তমান ফরম্যাটেই জাপান আগামী বছরের ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপ আয়েজন করবে।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, এক বছরে ২টো ক্লাব বিশ্বকাপ হবে। ফুটবলপ্রেমীদের জন্য এটা সুখবরই বলা চলে। জাপান এর আগে মোট ৮ বার ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছে।

আরও পড়ুন – মহিলা ফুটবলারদের ‘মাতৃত্বকালীন ছুটি’ ঘোষণা ফিফার

ফিফা ক্লাব বিশ্বকাপ ছাড়াও জাপানের টোকিও, অলিম্পিকেরও আয়োজক। ২০২১ সালের জুলাইতে হবে অলিম্পিক। করোনার মহামারীর জন্য, ইউরো কাপ এবং কোপা আমেরিকাও পিছিয়ে গেছে। তাই ২৪ দলের ক্লাব বিশ্বকাপ এখনই আয়োজন করতে পারছে না ফিফা। প্রস্তাবিত সেই টুর্নামেন্টে ইউরোপ থেকে আটটি দলের অংশগ্রহণ করার কথা ছিল। আপাতত তাই পুরনো ফরম্যাটেই ক্লাব বিশ্বকাপের আয়োজন করতে চলেছে বিশ্ব ফুটবলার নিয়ামক সংস্থা।

আরও পড়ুন – বিতর্ক মেটাতে অফসাইড নিয়মে বদল আনছে ফিফা