Bangla News Sports Joe Root becomes 11th player to score eleven thousand Test runs he joined Sachin Tendulkar and Brian Lara's elite list
Joe Root : সচিন-লারার টেস্ট রেকর্ডে ভাগ বসালেন জো রুট
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jun 03, 2023 | 1:45 PM
ENG vs IRE : আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টেস্ট ম্যাচ খেলছে ইংল্যান্ড। এই ম্যাচে বিশেষ রেকর্ড গড়লেন ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক জো রুট (Joe Root)। আইরিশদের বিরুদ্ধে লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৫৬ রান করেছেন রুট। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করে ফেলেছেন রুট।
1 / 8
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে বিরাট রেকর্ড গড়লেন জো রুট। আইরিশদের বিরুদ্ধে লর্ডসে একটি মাত্র টেস্টের প্রথম ইনিংসে ৫৬ রান করেছেন রুট। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করে ফেলেছেন রুট।
2 / 8
লর্ডস টেস্টে ৫৯ বলে ৫৬ রান করে আউট হয়েছেন জো রুট। তিনি বিশ্বের ১১ নম্বর ক্রিকেটার হিসেবে টেস্টে ১১ হাজার রান পূর্ণ করেছেন। অ্যালেস্টার কুকের পরে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন রুট।
3 / 8
জো রুটের আগে এই তালিকায় রয়েছেন কুমার সঙ্গাকারা, সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিরা। টেস্ট ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রান করা প্রথম ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ২০৮ ইনিংসে তিনি ১১ হাজার রানের রেকর্ড স্পর্শ করেছিলেন।
4 / 8
শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পর সবচেয়ে কম ইনিংসে ১১ হাজার রানের রেকর্ড পূর্ণ করা দ্বিতীয় ক্রিকেটার হলেন ব্রায়ান লারা। তিনি ২১৩ ইনিংসে ১১ হাজার টেস্ট রান পূর্ণ করেছিলেন।
5 / 8
টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১১ হাজার রান পূর্ণ করার এই তালিকায় আট নম্বরে রয়েছেন জো রুট। ২৩৮টি ইনিংসে রুট এই রেকর্ড পূর্ণ করেছেন।
6 / 8
টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের রেকর্ড পূর্ণ করার জন্য সচিন তেন্ডুলকরের লেগেছিস ২২৩টি ইনিংস।
7 / 8
আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের দ্বিতীয় দিন জো রুট টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন।
8 / 8
টেস্টে ১১ হাজার রানের রেকর্ড গড়া জো রুটের থেকে অনেকটাই দূরে রয়েছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে কোহলির নামের পাশে বর্তমানে রয়েছে ৮৪১৬ রান।