Kabaddi Player Physical Assault: কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ভারতীয় ক্রীড়া ফের উত্তাল

Blackmail: দেশের জন্য যারা পদক জিতে আনেন, দেশকে গর্বিত করেন, তাদের এমন অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল ভারতীয় ক্রীড়াক্ষেত্র। তাঁদের অভিযোগ ছিল খোদ কুস্তি সংস্থার প্রধানের উপর।

Kabaddi Player Physical Assault: কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ভারতীয় ক্রীড়া ফের উত্তাল
প্রতীকি ছবি।Image Credit source: Symbolic, Own Graphics

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 07, 2023 | 5:04 PM

নয়াদিল্লি: ভারতীয় ক্রীড়ায় ফের কলঙ্কের ছায়া। খুব বেশি আগের কথা নয়। যৌন হেনস্থা, ধর্ষণ এমন নানা অভিযোগে ধর্নায় বসেছিলেন দেশের মহিলা কুস্তিগিররা। দেশের জন্য যারা পদক জিতে আনেন, দেশকে গর্বিত করেন, তাদের এমন অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল ভারতীয় ক্রীড়াক্ষেত্র। তাঁদের অভিযোগ ছিল খোদ কুস্তি সংস্থার প্রধানের উপর। পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়, বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয় ক্রীড়ামন্ত্রীকে। এমন অনেক ঘটনাই ঘটেছে ভারত এবং বিশ্বের অন্য়ান্য় দেশেও। অনেক ক্ষেত্রে ঘটনাগুলি প্রকাশ্যেই আসে না। ক্রীড়াবিদরা অনেক ক্ষেত্রেই অভিযোগ করতেও আতঙ্কে থাকেন..। নিজেদের ভবিষ্য়তের কথা ভেবে পিছিয়ে আসেন। বিস্তারিত TV9Bangla-য়।

এ বার কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন জাতীয় স্তরের এক মহিলা কবাডি খেলোয়াড়। ২৭ বছরের তরুণী অভিযোগ এনেছেন, কোচ তাঁর উপর যৌন নির্যাতন চালিয়ে গিয়েছেন। দিনের পর দিন এমন ঘটনা ঘটেছে। শুধু তাই তাই নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তুলে রেখেছেন। বারবার এমন পরিস্থিতির শিকার হওয়ায় বাধা দেওয়ারও চেষ্টা করেছেন। এরপরই তাঁদের সেইসব ছবি প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন, বলেও কোচের বিরুদ্ধে অভিযোগ সেই কবাডি প্লেয়ারের। এখানেই শেষ নয়। দিনের পর দিন তাঁর থেকে বিভিন্ন অছিলায় টাকা নিয়েছেন কোচ, এমন অভিযোগও করেছেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছেন।

বাবা হরিদাসনগর পুলিশের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহেই তাদের কাছে এই অভিযোগ এসেছে। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ২০১২ সাল থেকে সেই কোচের তত্ত্বাবধানে কবাডির প্রস্তুতি নিতেন। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক বলেন, ‘অভিযুক্তের একটি অ্যাকাডেমি রয়েছে। সেখানেই তাঁর উপর এমন নির্যাতন চালানো হয়।’ পুলিশকে সেই তরুণী জানিয়েছেন, ২০১৫ সালের মার্চ থেকে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেন। পুলিশ আরও বলেন, ‘ওই তরুণী আরও জানিয়েছেন যে, ২০১৮ সালে সেই তরুণী একটি প্রতিযোগিতা জেতায় তাঁর প্রাইজ মানির বড় অংশ কোচকে দিতে হয়েছে।’ পুলিশের তরফে আরও জানানো হয়েছে, অভিযোগকারিনী দাবি করেছেন, কোচের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে সব মিলিয়ে প্রায় ৪৫ লক্ষ টাকা ট্রান্সফার করেছেন। পুলিশের সেই আধিকারিক বলেন, ‘২০২১ সালে কবাডি খেলোয়াড় বিয়ে করেন। এরপরই জোর করে তোলা তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের সেই সব পুরনো ছবি প্রকাশ্যে আনার হুমকি দেয় কোচ।’