নয়াদিল্লি: পর পর তিনটে আন্তর্জাতিক টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ায় টোকিও গেমসের (Tokyo Games) স্বপ্ন কার্যত ভেসে গিয়েছে ভারতের দুই তারকা শাটলার সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও কিদাম্বি শ্রীকান্তের (Kidambi Srikanth)। কিন্তু আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন বিবৃতি তাঁদের স্বস্তি দিচ্ছে। বিডব্লিউএফ (BWF) এক বিবৃতিতে বলেছে, ‘টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য কী করতে হবে, তা আগামী দিনে জানানো হবে।’
শুধু সাইনা, শ্রীকান্তই নন, সারা বিশ্বের অনেক ব্যাডমিন্টন তারকাও তিনটে টুর্নামেন্ট করোনার (COVID-19) কারণে বাতিল হয়ে যাওয়ায় চাপে পড়েছেন। টোকিও গেমসে তাঁরা নামতে পারবেন কিনা, জানেন না। তাঁদের বিডব্লিউএফের বিবৃতিতে আশার আলো দেখছেন। শ্রীকান্ত তো বলেই দিয়েছেন, ‘ওই তিনটে টুর্নামেন্ট যদি হত, তা হলে টোকিও গেমসের টিকিট পেয়ে যেতাম। কিন্তু যা পরিস্থিতি, আমার কিছু করার নেই। বিডব্লিউএফ যা বলছে, তাতে অলিম্পিকে নামার একটা আশা থেকেই যাচ্ছে। এখন অপেক্ষা করা ছাড়া আ। কোনও উপায় নেই।’
এই মুহূর্তে শ্রীকান্তের সামনে কোনও টুর্নামেন্ট নেই। তার মধ্যে আবার তেলেঙ্গানাতে লকডাউন চলছে। যে কারণে ট্রেনিং থেকে আপাতত ছুটি নিয়েছেন ভারতীয় তারকা। শ্রীকান্তের কথায়, ‘আপাতত আমি ছুটি নিয়েছি। রাজ্য সংস্থা চেষ্টা চালাচ্ছে, যাতে আমরা ট্রেনিং করতে পারি। যদি সেটা সম্ভব হয়, তা হলে আগামী সপ্তাহে আবার কোর্টে ফিরব।’ সঙ্গে জুড়েছেন, ‘সব দিকেই এখন অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তা নেই। জাতীয় সংস্থা বিডব্লিউএফের সঙ্গে কথা বলুক। পুরো ব্যাপারটা কী দাঁড়ায়, দেখি। তার পর এ সব নিয়ে ভাবব।’
আরও পড়ুন: বিতর্ক মিটিয়ে ফের ঝুলনদের কোচ পাওয়ার