Indian Hockey: বাংলার মাথায় নতুন পালক, আন্তর্জাতিক হকি ম্যাচের ছাড়পত্র যুবভারতীকে

Kolkata's Salt Lake hockey stadium: যুবভারতী ক্রীড়াঙ্গনে যেখানে ফুটবলের ট্রেনিং গ্রাউন্ড রয়েছে, তার পাশেই হকির অ্যাস্টোটার্ফ বসানো হয়েছে। রয়েছে দর্শকাসনও। আন্তর্জাতিক হকি সংস্থার তরফে মিলেছে শংসাপত্রও।

Indian Hockey: বাংলার মাথায় নতুন পালক, আন্তর্জাতিক হকি ম্যাচের ছাড়পত্র যুবভারতীকে
Image Credit source: Bengal Hockey

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 09, 2025 | 6:17 PM

এতদিন ভারতের মাটিতে হকির আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট মানেই হয়ে দাঁড়িয়েছিল ভুবনেশ্বর। পরবর্তীতে রৌরকেল্লায় আরও একটি স্টেডিয়াম হয়। সেটিতেও আন্তর্জাতিক মানের ম্যাচ হয়েছে। এ বার বাংলার মাথায়ও নতুন পালক। আন্তর্জাতিক মানের ম্যাচ করার ছাড়পত্র পেল কলকাতা। যুবভারতী ক্রীড়াঙ্গনে যেখানে ফুটবলের ট্রেনিং গ্রাউন্ড রয়েছে, তার পাশেই হকির অ্যাস্টোটার্ফ বসানো হয়েছে। রয়েছে দর্শকাসনও। আন্তর্জাতিক হকি সংস্থার তরফে মিলেছে শংসাপত্রও।

এদিন আন্তর্জাতিক হকি সংস্থার তরফে বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে। ভারতীয় হকিতে আরও দুটি নতুন ভেনু যোগ হয়েছে। ভারতীয় হকি সংস্থার তরফে আন্তর্জাকি হকি ফেডারেশনের সেই সার্টিফিকেট সহ লেখা হয়-কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক হকি সংস্থার ক্য়াটেগরি ২ সার্টিফিকেট পেয়েছে। হকির উন্নতিতে আরও এক ধাপ।

হকি বেঙ্গলের প্রেসিডেন্ট সুজিত বসু বলেন, ‘আমাদের দুটো অ্যাস্টোটার্ফ হচ্ছে। একটা হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে রাজ্য সরকারের স্টেডিয়াম। একটা হিডকো করে দিয়েছে। সল্টলেকে আমরা আন্তর্জাতিক ম্যাচও করতে পারব। এখানে এ বছরই ম্যাচ হবে কি না, স্টেডিয়ামটা পুরোপুরি রেডি হলে বলতে পারব। বেটন কাপটা খুব ভালো করে করব। সবে একটা সার্টিফিকেট পেয়েছি। হকি নিয়ে অনেক কাজ করার রয়েছে। ধীরে ধীরে সব হবে।’