Lakshya Sen: জাপানি শাটলারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ‘লক্ষ্যভেদ’ লক্ষ্য সেনের

Australian Open 2025: অস্ট্রেলিয়ান ওপেনের সুপার ৫০০ সিরিজ়ের প্রতিযোগিতায় জাপানি শাটলার যুশি তানাকাকে স্ট্রেট গেমে হারালেন লক্ষ্য। ম্যাচের ফলাফল ২১০১৫, ২১-১১ লক্ষ্যের পক্ষে। মাত্র ৩৮ মিনিটেই ঝড় তোলেন আলমোরার ছেলে লক্ষ্য।

Lakshya Sen: জাপানি শাটলারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে লক্ষ্যভেদ লক্ষ্য সেনের
জাপানি শাটলারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে 'লক্ষ্যভেদ' লক্ষ্য সেনেরImage Credit source: X

Nov 23, 2025 | 1:23 PM

অবশেষে ‘লক্ষ্যভেদ’ লক্ষ্য সেনের (Lakshya Sen)। অলিম্পিকের পর তেমন সাফল্য ধরা দেয়নি। কিন্তু এ বার বছরটা এভাবে শেষ হওয়া লেখা ছিল না লক্ষ্য সেনের কপালে। তাই তো বছরটা শেষ হওয়ার ঠিক আগে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। অস্ট্রেলিয়ান ওপেনের সুপার ৫০০ সিরিজ়ের প্রতিযোগিতায় জাপানি শাটলার যুশি তানাকাকে স্ট্রেট গেমে হারালেন লক্ষ্য। ম্যাচের ফলাফল ২১-১৫, ২১-১১ লক্ষ্যের পক্ষে। মাত্র ৩৮ মিনিটেই ঝড় তোলেন আলমোরার ছেলে লক্ষ্য।

ফাইনালে ওঠাটা লক্ষ্যর জন্য খুব সহজ ছিল না। এর আগে ১ ঘণ্টা ২৬ মিনিটের সেমিফাইনালে লক্ষ্য হারান চিনা তাইপের চৌ তিয়েন চেনকে। দ্বিতীয় বাছাইয়ের বিরুদ্ধে লক্ষ্য জেতেন ১৭-২১, ২৪-২২, ২১-১৬ ব্যবধানে। এই বছর দ্বিতীয় কোনও বড় প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন তিনি। এই সুপার ৫০০ সিরিজ়ের প্রতিযোগিতা জিতে লক্ষ্য জীবনে বড় সাফল্য অর্জন করলেন। এই প্রথম বার ২৬ নম্বরে (বিশ্ব ব়্যাঙ্কিং-এ) থাকা যুশি তানাকার বিরুদ্ধে নেমেছিলেন ১৪ নম্বরে (বিশ্ব ব়্যাঙ্কিং-এ) থাকা লক্ষ্য সেন।

গত বছরের ডিসেম্বরে সৈয়দ মোদী ইন্টারন্যাশনালের পর সিডনিতে লক্ষ্য সেনের জয় তাঁর প্রথম BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব। তাঁর কেরিয়ারে ২০১৯ সালে দুটি সুপার ১০০ শিরোপা – ডাচ ওপেন এবং সারলোরলাক্স ওপেন এর পাশাপাশি ২০২২ সালে ইন্ডিয়া ওপেন সুপার ৫০০ এবং ২০২৩ সালে কানাডা ওপেন সুপার ৫০০ জয়ও রয়েছে।

লক্ষ্য সেন এই বছর BWF ওয়ার্ল্ড ট্যুরে খেতাব জয়ী দ্বিতীয় ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ারও হয়েছেন। তাঁর আগে আয়ুশ শেঠি জুন মাসে ইউএস ওপেন সুপার ৩০০ খেতাব জিতেছিলেন। এ বছরের শুরুতে লক্ষ্য হংকং ওপেনে রানার্স হয়ে শেষ করেছিলেন। এবং গত সপ্তাহে কুমামোটো মাস্টার্স সহ দুটি সেমিফাইনালেও খেলেছিলেন।