রোহিত শর্মা এখন তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক। ১০ বছর আগে রোহিতের বয়স তখন ২৬ বছর। ওপেনিংয়ে নেমে মাত্র ৯ রান করেছিলেন। (ছবি:টুইটার)
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর জাতীয় দলের ক্যাপ্টেন হন বিরাট কোহলি। বর্তমানে তিন ফরম্যাটেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এই দশবছরে ভারতীয় ক্রিকেটের মহীরূহ হয়ে উঠেছেন কোহলি। (ছবি:টুইটার)
শিখর ধাওয়ান এখন ভারতীয় দলের বাইরে। তিন ফরম্যাটেই টিম ইন্ডিয়া থেকে ব্রাত্য গব্বর। শুধুমাত্র আইপিএলে খেলেন। (ছবি:টুইটার)
তৎকালীন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এখন অবসরের গ্রহে। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। চলতি বছরে আইপিএল টিম চেন্নাই সুপার কিংসকে পঞ্চম বার চ্যাম্পিয়ন করেছেন। (ছবি:টুইটার)
২০২২ টি-২০ বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন দীনেশ কার্তিক। তারপর থেকে দলের বাইরে। তাঁর অবসর ঘোষণা করার অপেক্ষা। ধারাভাষ্য ও আইপিএল নিয়ে রয়েছেন। (ছবি:টুইটার)
ধোনির সঙ্গে একইদিনে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না। তাঁকেও ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে। (ছবি:টুইটার)
এই দশ বছরে রোহিত, বিরাট ছাড়া আরও এক ধারাবাহিক ক্রিকেটার হলেন রবীন্দ্র জাডেজা। তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলছেন জাড্ডু। (ছবি:টুইটার)
ভুবনেশ্বর কুমার তিনটি ফরম্যাটেই জাতীয় দলে সুযোগ পান না। আইপিএল ছাড়া ২২ গজে তাঁর দেখা মেলে না। (ছবি:টুইটার)
উমেশ যাদব টেস্ট টিম ছাড়া সীমিত ওভারের ফরম্যাটে জায়গা পান না। (ছবি:টুইটার)
কয়েকবছর আগেও নিয়মিত টেস্ট ফরম্যাটে খেলতেন ইশান্ত শর্মা। এখন আর টেস্ট দলেও সুযোগ পান না তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। (ছবি:টুইটার)
রবিচন্দ্রন অশ্বিন ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওডিআই বিশ্বকাপ স্কোয়াডেো তাঁকে দেখা যেতে পারে। (ছবি:টুইটার)