Bangla News Sports Last 2013 Champions trophy winning Indian team squad where are they now?
2013 Champions Trophy : ১০ বছর পর…চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো দলের সদস্যরা এখন কোথায়?
১০ বছর আগে শেষবার এই দিনে আইসিসি ট্রফি জিতেছিল ভারত। স্কোয়াডে ছিলেন এমএস ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলি, রোহিত শর্মা, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক (উইকেটকিপার), বিনয় কুমার, অমিত মিশ্র, মুরলি বিজয়, উমেশ যাদব, ইরফান পাঠান, ইশান্ত শর্মা এবং সুরেশ রায়না। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলের সদস্যরা এখন কে, কোথায়?