Copa America 2024: কলম্বিয়াকে হারিয়ে ফের কোপা জয়, ইতিহাসে লিওনেল মেসিরা

Jul 15, 2024 | 10:01 AM

Argentina vs Colombia: একদিকে ছিল কোপা আমেরিকার ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপরদিকে ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশ টক্কর দেয় কলম্বিয়া। কিন্তু কোপা জয় হল না কলম্বিয়ার।

Copa America 2024: কলম্বিয়াকে হারিয়ে ফের কোপা জয়, ইতিহাসে লিওনেল মেসিরা
Copa America 2024: কলম্বিয়াকে হারিয়ে ফের কোপা জয়, ইতিহাসে লিওনেল মেসিরা
Image Credit source: AFP, X

Follow Us

কলকাতা: রোমাঞ্চে ভরা এক কোপা আমেরিকা (Copa America 2024) ফাইনালের সাক্ষী রইল সারা বিশ্ব। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৯০ মিনিট অবধি আর্জেন্টিনা (Argentina) ও কলম্বিয়া (Colombia) দুই দলের কেউই কোনও গোল করতে পারেননি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ গড়াবে টাইব্রেকারে। ফাইনাল ম্যাচ খানিকটা সেদিকেই এগোচ্ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ অবধি স্কোরলাইন ছিল ০-০। এরপর ১১২ মিনিটে ছবিটা বদলে যায়। লো সেলসোর ফ্লিক থেকে গোল আসে লাওতারো মার্টিনেজের পায়ে। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০।

হার্ড রক স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগ জায়গায় উড়ছিল হলুদ পতাকা। এবং দেখা যাচ্ছিল হলুদ জার্সির ঢল। কিন্তু সেখানে নীল-সাদা জার্সি ধারীদের জন্য গলা ফাটাচ্ছিলেন আর্জেন্টিনার সমর্থকরাও। একদিকে ছিল কোপা আমেরিকার ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপরদিকে ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশ টক্কর দেয় কলম্বিয়া। কিন্তু কোপা জয় হল না কলম্বিয়ার। শেষ অবধি ১-০ ব্যবধানে এ বারের কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা।

কোপার সেরা লিওনেল মেসির আর্জেন্টিনা। এতদিন উরুগুয়ে ও আর্জেন্টিনার ঝুলিতে ছিল ১৫টি করে কোপার খেতাব। এ বার আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ১৬ বারের চ্যাম্পিয়ন হল। লাওতারো মার্টিনেজ এ বারের কোপা আমেরিকার টপ স্কোরার। মোট ৫টি গোল করেছেন তিনি। ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করার পর তিনি ছুটে যান ডাগআউটে থাকা লিওনেল মেসির কাছে। তাঁকে জড়িয়ে ধরেন। মেসির চোখ মুখ বলে দিচ্ছিল, মার্টিনেজ ঠিক তাঁর জন্য কী করেছেন। লাওতারো মার্টিনেজের এই গোল চিরকাল থেকে যাবে আর্জেন্টিনার অনুরাগীদের মনে।

ম্যাচের ৯৭ মিনিটে জুলিয়ান আলভারেজের পরিবর্ত হিসেবে মাঠে নামেন লাওতারো মার্টিনেজ। সুপার সাব হিসেবে নেমে গোল করে ইতিহাস গড়লেন লাওতারো মার্টিনেজ। এই জয়ের ফলে স্পেনকেও স্পর্শ করল আর্জেন্টিনা। ২০০৮ সালে স্পের ইউরো জিতেছিল। এরপর ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০১২ সালে ফের ইউরো কাপ জেতে স্পেন। আর্জেন্টিনা ২০২১ সালে কোপা জিতেছিল। এরপর ২০২২ সালে বিশ্বকাপ জেতেন মেসিরা। এ বার ২০২৪ সালে ফের কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা।

Next Article