Lionel Messi: প্রত্যাবর্তন? নাকি তারকার সম্মানে স্রেফ বিদায়ী ম্যাচ?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 25, 2023 | 8:19 AM

জল্পনা রয়েছে, পুরনো ক্লাবই কি আবার ফিরবেন তিনি? এ সবের মধ্যেই আবার সেই পুরনো ক্লাব, যাদের হয়ে ২০ বছর খেলেছেন, তারাই নিতে চলেছে এক অভিনব উদ্যোগ।

Lionel Messi: প্রত্যাবর্তন? নাকি তারকার সম্মানে স্রেফ বিদায়ী ম্যাচ?
Image Credit source: Twitter

Follow Us

বার্সেলোনা: ৯ বছর বয়সে পা দিয়েছিলেন ক্লাবে। বাকিটা ইতিহাস। ওই ফুটবলারকে তৈরি করা এবং সাফল্যের আকাশে নিয়ে যাওয়া, সব কিছুর সঙ্গেই নিবিড় যোগ বার্সেলোনার (FC Barcelona)। ২০২১ সালে চোখের জলে বিদায় নিয়েছিলেন ক্লাব থেকে। সেই লিওনেল মেসিকে (Lionel Messi) এ বার সংবর্ধনা দিতে চলেছে বার্সা। মেসির জন্য এক বিশেষ অনুষ্ঠানের অয়োজন করতে চলেছে স্প্যানিশ ক্লাব। যাতে তাঁর অগণিত ভক্ত, স্প্যানিশ ফুটবল (Spanish Football), বিশ্ব ফুটবলের সামনে সম্মান জানানো যায়। কিন্তু, এই মুহূর্তে আরও একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। মেসি কি ফিরবেন তাঁর পুরনো ক্লাবে? কেরিয়ারের শেষ সময়টুকু বার্সার জার্সিতেই কাটিয়ে যেতে চান? কিন্তু ক্লাবের ডিরেক্টর্স বোর্ড মেসিকে ফেরানোর ব্যাপারে একেবারেই সম্মত নয়। ক্লাব যেমন জন্ম দিয়েছিল ফুটবলার মেসি, তেমনই মেসিও ফিরিয়ে দিয়েছেন ক্লাবকে। তাও বার্সার জার্সিতে হয়তো আর দেখা যাবে না মেসিকে। তারই মধ্যে এক অন্য উদ্যোগ নিতে চাইছেন ক্লাব কর্তারা।

দীর্ঘ ২০ বছর মেসি ক্লাবকে যা দিয়েছে, তা ভোলেনি স্প্যানিশ ক্লাব। তাই এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারকে বিশেষ সম্মান দেবে বার্সেলোনা। একটি স্প্যানিশ সংবাদপত্রের খবর অনুযায়ী, ২০২৪ সালে বার্সেলোনা মেসির সম্মানে একটি ম্যাচ খেলা হবে। যে ম্যাচের মধ্যে দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়ার হবে মেসিকে। ২০২১ সালে পিএসজিতে চলে যান মেসি। তা নিয়ে কম বিতর্ক ছিল না। তাই এই অনুষ্ঠান মুলতুবি আছে। তার মধ্যে আবার বার্সার হোম গ্রাউন্ড কাম্প ন্যু-তে ফিরতে চলেছে টিম। ওই স্টেডিয়ামের সংস্কার চলছিল। ২০২৪-২৫ মরসুমে আবার কাম্প ন্যু-তে ফেরার পর এই সংবর্ধনা ম্যাচটির আয়োজন করতে পারে বার্সেলোনা। এই মরসুমেই ১২৫ বছর পূর্তি হতে চলেছে বার্সেলোনার। মেসির বাবার সঙ্গে কথা বলার পর বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এই সংবর্ধনার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

এ দিকে, নিজের নামে আরও একটি রেকর্ড গড়ার পথে মেসি। ইউরোপীয় ক্লাব ফুটবলে বর্তমানে তাঁর গোলের সংখ্যা ৬৯৯।  ২৭শে ফেব্রুয়ারি মার্শেইয়ের বিপক্ষে যদি গোল করতে পারেন, ৭০০ গোলের ক্লাবে প্রবেশ করবেন এই আর্জেন্টাইন মহাতারকা।এ বছরই জুন মাসে পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। পরের মরসুমে কোন ক্লাবে খেলবেন, ঠিক করবেন তিনি।যদিও মেসিকে আরও এক বছর ধরে রাখতে চায় প্যারিসের ক্লাব। এখন দেখার এটাই শেষ সিদ্ধান্ত হিসেবে মেসি কোন ক্লাবে যান।আবার কি তিনি আগের ক্লাবে ফিরে আসবেন সে বিষয়েও তৈরি হয়েছে জল্পনা ।

Next Article