AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi pays tribute to Maradona : পরণে মারাদোনার শেষ বিশ্বকাপের জার্সি, কী বার্তা দিতে চাইলেন মেসি?

Lionel Messi : মার্কিন মুলুকে বিশ্বকাপের আসরেই শেষ হয়েছিল দিয়েগো মারাদোনার আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার। সেই বিশেষ জার্সি গায়ে তুলে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ট্রিবিউট জানালেন লিওনেল মেসি।

Messi pays tribute to Maradona : পরণে মারাদোনার শেষ বিশ্বকাপের জার্সি, কী বার্তা দিতে চাইলেন মেসি?
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 2:38 PM
Share

কলকাতা : ২৯ বছর আগে আমেরিকার মাটিতে শেষবার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। মার্কিন মুলুকে বিশ্বকাপের আসরেই শেষ হয়েছিল তাঁর আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার। বর্তমানে সেই আমেরিকাতেই রয়েছেন আরও এক আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। এই সুযোগে অগ্রজকে বিশেষভাবে সম্মান জানালেন লিও। তাঁর পরণে দেখা গেল ১৯৯৪ সালে মারাদোনার (Diego Maradona) শেষ বিশ্বকাপের খেলা ১০ নম্বর জার্সির রেপ্লিকা। খুব সম্ভত, গ্রিসের বিরুদ্ধে ম্যাচে এই অ্যাওয়ে জার্সি পরেছিলেন মারাদোনা। সেই বিশেষ জার্সি গায়ে তুলে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ট্রিবিউট দিলেন মেসি। প্রসঙ্গত, ২০২৬ সালে ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। যৌথভাবে আয়োজনের দায়িত্বে রয়েছে মেক্সিকো এবং কানাডা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

একইসঙ্গে তিনবছর আগে থেকেই পরবর্তী বিশ্বকাপে খেলার সম্ভাবনা উসকে দিলেন মেসি। ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি উঠেছে লিওনেল মেসির হাতে। ৩৬ বছর পর বিশ্বকাপ গিয়েছে আর্জেন্টিনায়। বিশ্বকাপের পরপরই মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বলে অনুমান করা হয়েছিল। যদিও মেসি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের জয়ের পরবর্তী সময়টাকে উপভোগ করতে চান। তাই আপাতত অবসরের কথা ভাবছেন না। একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন না তিনি। তিনবছর পর লিও-র বয়স গিয়ে দাঁড়াবে ৩৯ বছর। চল্লিশ ছুঁইছুঁই বয়সে বিশ্বকাপ খেলতে নারাজ তিনি। সম্প্রতি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রই তাঁর ঠিকানা। তাহলে কি মার্কিন মুলুকে গিয়ে পরবর্তী বিশ্বকাপে খেলা নিয়ে মত বদলে ফেললেন? মারাদোনার শেষ বিশ্বকাপের জার্সি গায়ে চড়িয়ে লিও কি সেই বার্তাই দিতে চাইলেন?

আর্জেন্টাইন তারকার ইনস্টা স্টোরি দেখে এমন অনেক জল্পনার কথাই উঠে আসছে। দেশের প্রয়াত কিংবদন্তির মতো তিনিও কি মার্কিন মুলুকে আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি টানবেন? সময়ই বলবে।