AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi in Kolkata: ফুটবলের ঈশ্বর, মহারাজ, বাদশার ত্র্যহস্পর্শ! বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে কলকাতা

Lionel Messi: ভারতে এসে দেশের ৪টি শহরে যাবেন মেসি। সবার প্রথম তিনি আসবেন কলকাতায়। তারপর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লি হয়ে ফিরে যাবেন এই আর্জেন্টাইন সুপারস্টার। দেশের প্রত্যেকটা শহরে মেসিকে দেখার জন্য উন্মাদনা তৈরি হলেও দেশের ফুটবলের মক্কা কলকাতা বাকি শহরগুলোকে বলে বলে গোল দেবে বলেই মনে করা হচ্ছে।

Messi in Kolkata: ফুটবলের ঈশ্বর, মহারাজ, বাদশার ত্র্যহস্পর্শ! বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে কলকাতা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 11, 2025 | 7:17 PM
Share

কলকাতা: ফুটবলপ্রেমী বাঙালির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ‘ঈশ্বর’ আসছে শহরে। যাঁর খেলা দেখার জন্য রাতের পর রাত জাগে বাঙালি, তাঁকে স্বচক্ষে একঝলক দেখতে টিকিট কাউন্টারে ভিড় জমাচ্ছেন অনেকেই। অনলাইনেও টিকিট কেনার ধুম বেড়ে গিয়েছে। হাজার হাজার টাকা দাম হওয়া সত্ত্বেও টাকার পরোয়া না করেই হু হু করে টিকিট কিনছেন ভক্তরা।

শুধু মেসি নন। তাঁর সঙ্গে থাকবেন প্রাইম টাইমের বার্সেলোনার সদস্য লুই সুয়ারেজ ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবল তারকা রদ্রিগো ডি’পল। মঞ্চে মেসির পাশেই দেখা থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান, থাকবেন বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্য়ায়। আগামী শনিবার সল্টলেক স্টেডিয়ামে অপেক্ষা করবে বাঙালির ‘ড্রিম মোমেন্ট’।

কলকাতায় কোথায়, কী কর্মসূচি মেসির

শুক্রবার মাঝরাতে শহরে পা রাখবেন লিওনেল মেসি।

বিমানবন্দর থেকে সোজা যাবেন বাইপাস লাগোয়া হোটেলে।

শনিবার সকালে হোটেলে মিট অ্যান্ড গ্রিট সেশন রয়েছে। সেখানে স্পনসরদের সঙ্গে মিটিং রয়েছে তাঁর।

এরপর সকাল ১১টা থেকে ১১টা ১০-এর মধ্যে সল্টলেক স্টেডিয়ামে যাবেন মেসি।

সেখানে একটি ফুটবল ম্যাচ রয়েছে। মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচের পর খুদে ফুটবলারদের সঙ্গে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন মেসি।

শিশুদের সঙ্গে একটা প্রোগ্রাম আছে। এছাড়া মেসিকে বিশেষ সম্মান দেওয়া হবে।

লেক টাউনে একটি ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু নিরাপত্তার খাতিরে পুলিশ সেখানে যেতে নিষেধ করেছে। তাই ভার্চুয়ালি সেটি উদ্বোধন করার কথা রয়েছে।

ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত জানিয়েছেন, হুডখোলা গাড়ি করে মাঠ প্রদক্ষিণ করানোর কথা বলা হয়েছিল মেসিকে। কিন্তু ব্যালন ডি ‘ অর জয়ী ফুটবলার মেসি বলেছেন তিনি হেঁটেই মাঠ ঘুরবেন।

নিরাপত্তার সব বন্দোবস্ত রাখা হয়েছে। তৎপর রয়েছে কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ।