Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: ১১তে পা দিল মেসির ছেলে থিয়াগো, মন ছুঁয়ে যাওয়া পোস্ট মায়ের

কয়েক দিন আগেই অষ্টম ব্যালন ডি'অর পেয়েছেন মেসি। প্যারিসে ওই অনুষ্ঠানেও সপরিবারে হাজির ছিলেন মেসি। মঞ্চে পুরস্কার নিতে গিয়ে বলেছিলেন, পিএসজি ছেড়ে যখন ইন্টার মায়ামিতে যাওয়ার কথা ভাবছিলেন, তখন তিনি স্ত্রী আন্তোনেলা ও তিন বাচ্চার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু মেসির বড় ছেলে থিয়াগো চায়নি প্যারিস ছেড়ে যেতে। থিয়াগোকে বোঝাতে পেরেছিলেন মেসি।

Lionel Messi: ১১তে পা দিল মেসির ছেলে থিয়াগো, মন ছুঁয়ে যাওয়া পোস্ট মায়ের
১১তে পা দিল মেসির ছেলে থিয়াগো, মন ছুঁয়ে যাওয়া পোস্ট মায়ের
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 5:03 PM

মায়ামি: বরাবর পরিবারকে বাড়তি গুরুত্ব দেন তিনি। বার্সেলোনা ছেড়ে প্যারিসে আসা, প্যারিস থেকে ইন্টার মায়ামি— পরিবারের মতামত নিয়েই ক্লাব বদলান লিওনেল মেসি (Lionel Messi)। স্ত্রী আন্তোনেলা ও তিন সন্তান থিয়াগো, মাতেও, কাইরোকে সব সময় দেখা যায় মেসির পাশে। বিশ্বকাপ থেকে ব্যালন ডি’অরের মঞ্চে পরিবারের অবদান স্বীকার করে নেন মেসি। এলএম টেনের বড় ছেলে থিয়াগো ১১তে পা দিলেন। মেসির ছেলেকে জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। সবচেয়ে আকর্ষণীয় পোস্ট কে করলেন তাঁকে নিয়ে? TV9Bangla Sports এ বিস্তারিত।

ছেলের এগারো বছরের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে থিয়াগোর মা লিখেছেন মন ছুঁয়ে যাওয়া ক’টা কথা। আন্তোনেলা কী লিখেছেন? ‘হ্যাপি বার্থডে থিয়াগো। তুমি সব সময় আমার কাছে শিশুই থাকবে।’ আন্তোনেলার এই পোস্ট বিপুল জনপ্রিয়তা পেয়েছে। কয়েক লক্ষ লাইক, কয়েক হাজার কমেন্ট পড়েছে তাতে। সেস ফাব্রেগাস থেকে লুইস সুয়ারেজ়ের পরিবারও তাতে কমেন্ট করেছে। এগারো বছরের থিয়াগো যখন জন্মায়, তখন বার্সেলোনায় খেলেন মেসি। কৈশোরে পা দেওয়ার আগেই প্যারিসে চলে যেতে হয়েছিল তাঁকে। বাবার মতো ফুটবলারই হতে চায় থিয়াগো। ইন্টার মায়ামির যুব অ্যাকাডেমিতে খেলে। ছেলের ম্যাচ দেখার জন্য গ্যালারিতে গিয়েও অনেক সময় বসেন মেসি ও আন্তোনেলা।

কয়েক দিন আগেই অষ্টম ব্যালন ডি’অর পেয়েছেন মেসি। প্যারিসে ওই অনুষ্ঠানেও সপরিবারে হাজির ছিলেন মেসি। মঞ্চে পুরস্কার নিতে গিয়ে বলেছিলেন, পিএসজি ছেড়ে যখন ইন্টার মায়ামিতে যাওয়ার কথা ভাবছিলেন, তখন তিনি স্ত্রী আন্তোনেলা ও তিন বাচ্চার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু মেসির বড় ছেলে থিয়াগো চায়নি প্যারিস ছেড়ে যেতে। থিয়াগোকে বোঝাতে পেরেছিলেন মেসি। শেষ পর্যন্ত মায়ামিতেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।