WTC Final: যে পাঁচজনের ব্যাটে সূর্যোদয় ভারতের
হাইভোল্টেজ ম্যাচের আগে জেনে নেওয়া যাক, গত ২ বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন কোন ৫ ক্রিকেটার।
সাউদাম্পটন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) হতে বাকি মাত্র এক দিন। এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। হাইভোল্টেজ ম্যাচের আগে জেনে নেওয়া যাক, গত ২ বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন কোন ৫ ক্রিকেটার।
১. আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) – মোট ১৭টি ম্যাচে খেলেছেন রাহানে। ২৮টি ইনিংসে ৪৩.৮ গড়ে তিনি করেছেন মোট ১০৯৫ রান। জিঙ্কসের স্ট্রাইক রেট ৪৭.২৫। সেঞ্চুরি রয়েছে ৩টি। হাফ সেঞ্চুরি রয়েছে ৬টি। ১০৯৫ রানের মধ্যে রয়েছে মোট ৬টি ছক্কা ও ১২৫টি চার। রাহানের সর্বোচ্চ রান ১১৫।
২. রোহিত শর্মা (Rohit Sharma) – মোট ১১টি ম্যাচে খেলেছেন রোহিত। ১৭টি ইনিংসে ৬৪.৩৭ গড়ে তিনি করেছেন মোট ১০৩০ রান। হিটম্যানের স্ট্রাইক রেট ৬৪.৪৯। সেঞ্চুরি রয়েছে ৪টি। হাফ সেঞ্চুরি রয়েছে ২টি। ১০৩০ রানের মধ্যে রয়েছে মোট ২৭টি ছক্কা ও ১২৩টি চার। রোহিতের সর্বোচ্চ রান ২১২।
৩. বিরাট কোহলি (Virat Kohli) – মোট ১৪টি ম্যাচে খেলেছেন কোহলি। ২২টি ইনিংসে ৪৩.৮৫ গড়ে তিনি করেছেন মোট ৮৭৭ রান। ভারত অধিনায়কের স্ট্রাইক রেট ৫৬.১১। সেঞ্চুরি রয়েছে ২টি। হাফ সেঞ্চুরি রয়েছে ৫টি। ৮৭৭ রানের মধ্যে রয়েছে মোট ৩টি ছক্কা ও ১০৮টি চার। বিরাটের সর্বোচ্চ রান ২৫৪*।
৪. মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) – মোট ১২টি ম্যাচে খেলেছেন মায়াঙ্ক। ২০টি ইনিংসে ৪২.৮৫ গড়ে তিনি করেছেন মোট ৮৫৭ রান। তাঁর স্ট্রাইক রেট ৫৫.০৭। সেঞ্চুরি রয়েছে ৩টি। হাফ সেঞ্চুরি রয়েছে ২টি। ৮৫৭ রানের মধ্যে রয়েছে মোট ১৮টি ছক্কা ও ১০৪টি চার। মায়াঙ্কের সর্বোচ্চ রান ২৪৩।
৫. চেতেশ্বর পূজারা (Chesteshwar Pujara) – মোট ১৭টি ম্যাচে খেলেছেন মায়াঙ্ক। ২৮টি ইনিংসে ২৯.২১ গড়ে তিনি করেছেন মোট ৮১৮ রান। তাঁর স্ট্রাইক রেট ৩৮.৮১। কোনও সেঞ্চুরি নেই পূজারার ঝুলিতে। তবে হাফ সেঞ্চুরি রয়েছে ৯টি। ৮১৮ রানের মধ্যে রয়েছে মোট ৩টি ছক্কা ও ৯৮টি চার। পূজারার সর্বোচ্চ রান ৮১।
আরও পড়ুন: WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপ সফরে সবচেয়ে সফল রাহানে