বছরভর ক্রীড়া বিনোদনের পসরা, ভারত আয়োজন করবে যে ইভেন্টগুলি; রইল তালিকা

তেইশকে বিদায় জানিয়ে চব্বিশে পা দিয়েছেন সকলে। এই নতুন বছরে রয়েছে ক্রীড়া বিনোদনের পসরা। বিদেশে তো বটেই, দেশেও একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট হবে। ভারতও রয়েছে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট আয়োজনের দায়িত্বে। প্যারিস অলিম্পিকের কোটা পাওয়ার জন্য বিভিন্ন খেলার ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত।

বছরভর ক্রীড়া বিনোদনের পসরা, ভারত আয়োজন করবে যে ইভেন্টগুলি; রইল তালিকা
বছরভর ক্রীড়া বিনোদনের পসরা, ভারত আয়োজন করবে যে ইভেন্টগুলি; রইল তালিকা

Jan 01, 2024 | 10:00 AM

নয়াদিল্লি: ক্যালেন্ডার বলছে আজ ১ জানুয়ারি ২০২৪। তেইশকে বিদায় জানিয়ে চব্বিশে পা দিয়েছেন সকলে। এই নতুন বছরে রয়েছে ক্রীড়া বিনোদনের পসরা। বিদেশে তো বটেই, দেশেও একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট হবে। ভারতও রয়েছে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট আয়োজনের দায়িত্বে। প্যারিস অলিম্পিকের কোটা পাওয়ার জন্য বিভিন্ন খেলার ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারতের মাটিতে মেগা ইভেন্ট। দেশের মাটিতে শুরু হতে চলা প্রথম ইভেন্ট হবে আফগানিস্তানের ভারত সফর।

২০২৪ সালে ভারতের মাটিতে হতে চলা ইভেন্টের তালিকা —

  1. ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে দেশের মাটিতে শুরু হবে ভারত বনাম আফগানিস্তানের টি-২০ সিরিজ। তা চলবে ১৭ জানুয়ারি অবধি।
  2. ১৩-১৯ জানুয়ারি রাঁচিতে অনুষ্ঠিত হবে এফআইএইচ হকি অলিম্পিক কোয়ালিফায়ার।
  3. ১৬-২১ জানুয়ারি নয়াদিল্লিতে রয়েছে ইন্ডিয়ান ওপেন। দেশের মাটিতে হতে চলা নতুন বছরের প্রথম ব্যাডমিন্টন ইভেন্ট এটি।
  4. ২৩-২৮ জানুয়ারি গোয়াতে বসবে টেবল টেনিসের আসর। ওই সময় রয়েছে ডব্লিউটিটি স্টার কন্টেন্ডার।
  5. ২৫ জানুয়ারি ভারত সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট টিম। ভারতের মাটিতে ১১ মার্চ অবধি খেলবে ইংল্যান্ড ক্রিকেট টিম।
  6. ৩-৯ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে বসবে এফআইএইচ হকি উইমেন্স প্রো লিগের আসর।
  7. ১০-১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে বসবে এফআইএইচ হকি মেন্স প্রো লিগের আসর।
  8. ১২-১৮ ফেব্রুয়ারি রৌরকেল্লায় হবে এফআইএইচ হকি উইমেন্স প্রো লিগের বিভিন্ন ম্যাচ।
  9. ১৯-২৫ ফেব্রুয়ারি রৌরকেল্লায় হবে এফআইএইচ হকি মেন্স প্রো লিগের বিভিন্ন ম্যাচ।
  10. ১২-১৪ এপ্রিল চেন্নাইতে হবে সাফ জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস।
  11. ১-১৪ জুন নয়াদিল্লিতে হবে দাবা প্রতিযোগিতা। ওয়ার্ল্ড জুনিয়র অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে দেশ-বিদেশের জুনিয়র দাবাড়ুরা।
  12. ২০-২২ সেপ্টেম্বর গ্রেটার নয়ডাতে ভারতীয় গ্রাঁ প্রি আয়োজিত হবে।
  13. চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে আসার কথা বাংলাদেশ টিমের।
  14. অক্টোবর ৪-৬ রাঁচিতে বসবে সাফ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের আসর।
  15. চলতি বছরের অক্টোবরে ভারত সফরে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট টিমের।
  16. ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অবধি লখনউতে অনুষ্ঠিত হবে সৈয়দ মোদী ইন্ডিয়া ইন্টারন্যাশানাল।
  17. ডিসেম্বর ৩-৮ ব্যাডমিন্টন ইভেন্ট রয়েছে ভারতে। ইন্ডিয়া সুপার ১০০ I (India Super 100 I) ইভেন্ট কোথায় হবে তা এখনও জানা যায়নি। ১০-১৫ ডিসেম্বর ইন্ডিয়া সুপার ১০০ II (India Super 100 II) অনুষ্ঠিত হবে ভারতে।
  18. বছরের শেষটা এ বারের ভারতীয় মহিলা দলের হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলে। ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট টিম ভারত সফরে আসবে।