
অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় মহিলা বক্সার মেরি কম এবার অভিযোগ করলেন আর্থিক প্রতারণার। যদিও তাঁর অভিযোগ এবার দৃঢ়ভাবে অস্বীকার করলেন তাঁরই প্রাক্তন স্বামী কারুং অনখোলার। তিনি বলছেন মেরির করা আত্মসাৎ বা জমি কেড়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উল্টে মেরিই একাধিক বিবাহ বহির্ভভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন।
মেরির প্রাক্তন স্বামীর বক্তব্য ২০১৩ সালে থেকেই তাঁদের দাম্পত্যে ফাটল ধরে। সেই বছর এক জুনিয়র বক্সারের সঙ্গে মেরি কমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তিও হয়। পরবর্তীতে ২০১৭ সালের পর মেরি কম বক্সিং অ্যাকাডেমির সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন বলেও দাবী করেন তাঁর প্রাক্তন স্বামী। এমনকি তাঁর কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট সহ একাধিক প্রমাণ রয়েছে বলেও দাবী করেন তিনি।
অন্যদিকে, মেরি কম এই সময়টিকে তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় বলেও উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ স্বামির কারণে তিনি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন এ ছাড়াও নিজের উপার্জনে কেনা জমিও হাতছাড়া হয়েছে তাঁর। উল্লেখ্য, ২০০৫ সালে বিয়ে হওয়া এই দম্পতির ৪ সন্তান রয়েছে। তাঁদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৩ সালে।