Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi vs Ronaldo: আবার ফিরছে মেগা শো, আগামী বছরেই মেসি বনাম রোনাল্ডো

Inter Miami vs Al Nassr: আল নাসের এখন ঠিকানা তাঁর। মেসিও পিছিয়ে থাকেননি। বিশ্বকাপ জয়ের পরই প্যারিস সাঁজা ছেড়ে ইন্টার মায়ামিতে চলে গিয়েছে। বিশ্বের দুই গোলার্ধে এখন ফুটবল প্রসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই প্রজন্মের দুই সেরা তারকা। ঠিক তখনই আবার মেসি-রোনাল্ডোর মুখোমুখি হওয়ার খবর আসছে। আগামী বছরের জানুয়ারিতে রিয়াধ সিজন কাপ খেলবে ইন্টার মায়ামি। সেখানে রোনাল্ডোর বিরুদ্ধে মাঠে নামবেন লিওনেল মেসি। কবে হবে ম্যাচ?

Messi vs Ronaldo: আবার ফিরছে মেগা শো, আগামী বছরেই মেসি বনাম রোনাল্ডো
লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 1:24 PM

রিয়াধ: নতুন আঙ্গিকে ফিরে আসছে মেসি বনাম রোনাল্ডো। লা লিগায় অহরহ মেসি-রোনাল্ডোতে অভ্যস্ত ছিল ফুটবল বিশ্ব। সিআর সেভেন জুভেন্তাসে চলে যাওয়ার পর পরিস্থিতি পাল্টায়। চ্যাম্পিয়ন্স লিগই ছিল দুই তারকার মুখোমুখি নামার একমাত্র মঞ্চ। সে দিনও গিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ঘুরে যোগ দিয়েছেন সৌদি লিগে। আল নাসের এখন ঠিকানা তাঁর। মেসিও পিছিয়ে থাকেননি। বিশ্বকাপ জয়ের পরই প্যারিস সাঁজা ছেড়ে ইন্টার মায়ামিতে চলে গিয়েছে। বিশ্বের দুই গোলার্ধে এখন ফুটবল প্রসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই প্রজন্মের দুই সেরা তারকা। ঠিক তখনই আবার মেসি-রোনাল্ডোর মুখোমুখি হওয়ার খবর আসছে। আগামী বছরের জানুয়ারিতে রিয়াধ সিজন কাপ খেলবে ইন্টার মায়ামি। সেখানে রোনাল্ডোর বিরুদ্ধে মাঠে নামবেন লিওনেল মেসি। কবে হবে ম্যাচ?

তিন টিমের এই টুর্নামেন্টে ২৯ জানুয়ারি আল হিলালের সঙ্গে খেলবে মায়ামি। ১ ফেব্রুয়ারি আল নাসেরের সঙ্গে। ফাইনালে আবার মুখোমুখি হবে সেরা দুটো টিম। সৌদি লিগে এই মুহূর্তে শীর্ষে রয়েছে আল হিলাল ও আল নাসের। রোনাল্ডোও দারুণ ছন্দে রয়েছেন। গোলদাতাদের মধ্যে শীর্ষে। ইন্টার মায়ামিতে পা রেখে যথেষ্ট সফল মেসিও। ফলে রিয়াধ সিজন কাপে রোনাল্ডো বনাম মেসি দেখার জন্য মুখিয়ে থাকবে সারা বিশ্ব। অনেকেই মাঠে গিয়ে খেলা দেখার ইচ্ছেও প্রকাশ করেছে। মায়ামির স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হাডসন বলেছেন, ‘নতুন মরসুম শুরু করার আগে এটা আমাদের কাছে একটা কঠিন পরীক্ষা। আল হিলাল ও আল নাসেরের বিরুদ্ধে নামার জন্য টিম মুখিয়ে রয়েছে।’

নিজেদের লম্বা কেরিয়ারে মোট ৩৫বার মুখোমুখি হয়েছেন মেসি আর রোনাল্ডো। দেশ ও ক্লাবের হয়ে জয়ের নিরিখে এগিয়ে রয়েছে মেসি। জিতেছেন মোট ১৬টা ম্যাচ। রোনাল্ডোর টিম জিতেছে ১০বার। ৯টা ম্যাচ ড্র। রোনাল্ডোর টিমের বিরুদ্ধে বেশি গোল মেসিরই। মোট ২১টা গোল করার পাশাপাশি করিয়েছেন ১২টা গোল। রোনাল্ডো করেছেন ২০টা গোল। করিয়েছেন একটা। রিয়াধ সিজন কাপে কার মুখে হাসি থাকে, তা দেখার জন্য দুই তারকার ভক্তরা এখন থেকে তেতে রয়েছেন।