
TV9 বাংলা ডিজিটাল- গত বছরটা বোধহয় সব দিক দিয়েই ছিল যন্ত্রণার। মুক্তি মিলল না শেষ দিনও। ৩১ ডিসেম্বর মারা গেলেন ভারতীয় হকির সোনালি যুগের তারকা মাইকেল কিন্ডো (Michael Kindo)। ৭৩ (73) বছর বয়স হয়েছিল তাঁর। অলিম্পিকে স্মরণীয় সাফল্য থাকলেও বিশ্বকাপ একবারই জিতেছে ভারত। ১৯৭৫ সালে অজিতপাল সিংয়ের টিমে অন্যতম সদস্য ছিলেন তিনি। টাফ ডিফেন্ডার হিসেবে পরিচিত হলেও আসলে তিনি জনপ্রিয় ছিলেন টিমম্যান হিসেবে। দেশের জার্সি গায়ে যখনই নামতেন খেলতে, সেরাটাই দিতেন। শুধু তাই নয়, ভারতীয় হকিতে তিনিই ছিলেন প্রথম আদিবাসী হকি প্লেয়ার।
আরও পড়ুন – রাহানেদের ফাঁদে পড়েছে অস্ট্রেলিয়া, মানছেন স্মিথরা
কিন্ডোকে নিয়ে তাঁর বিশ্বকাজয়ী ক্যাপ্টেন অজিতপাল বলেছেন, ‘বিশ্বকাপজয়ী টিমের অন্যতম সদস্য ছিল ও। সুরজিৎ, আসলাম শের খান আর কিন্ডো ছিল ডিফেন্ডার। কিন্তু সুরজিৎ আর কিন্ডো ছিল অন্য কোয়ালিটির প্লেয়ার। নিখুঁত সময়ে কড়া ট্যাকল যেমন করতে পারত। ওই রকম টাইমিং আর কারও দেখিনি।’
আরও পড়ুন – আশায় একুশ
চাকরি সূত্রেই রৌরকেলাতে আসা তাঁর। সেখানেই থেকে গিয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। শেষ জীবনে হকির মূলস্রোত থেকে একটু দূরে থাকতেই ভালোবাসতেন তিনি। কিন্তু সাতের দশকের তারকাকে মনে রেখে দিয়েছিল হকি। কিন্ডোর এক সময়ের টিমমেট আসলাম শের খান বলেছেন, ‘এক দশক একসঙ্গে খেলেছি। ও সব সময় টিমমেটদের হাসিখুশি রাখত। ওই সময় লোকে সব সময় ভাবত, ভারত সোনা জিতবে। ওই চাপের মধ্যেও আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করতাম। কিন্ডো ওই টিমের অন্যতম মুখ ছিল।’