Indian Sports: ভারতীয় ক্রীড়ায় কী ভাবে বদল? ভবিষ্যতের জন্যও নানা পরিকল্পনা…
Indian Sports News: কী ভাবে এই অংশের উন্নতি করা যায়, তা নিয়েও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যুব সমাজের একটা বড় অংশ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত। তাঁদের জন্যও নানা উদ্যোগ কেন্দ্রীয় সরকারের।

বিশ্বের নিরিখে যদি বলা যায়, তরুণ প্রজন্মের সবচেয়ে বড় অংশ ভারতে। ভারতের মোট জনসংখ্যার অন্তত ৬৫ শতাংশের বয়স ৩৫-এর কম। এর চেয়ে বড় যুবশক্তি আর কী হতে পারে। যা দেশের নানা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ভারতের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের হাত ও শক্ত করছে এই পরিসংখ্যান। কী ভাবে এই অংশের উন্নতি করা যায়, তা নিয়েও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যুব সমাজের একটা বড় অংশ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত। তাঁদের জন্যও নানা উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। জেনে নেওয়া যাক আরও একটু ভালো ভাবে।
ভারতীয় খেলার উন্নতিতে বাজেট বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ক্রীড়াক্ষেত্রে ৩৭৯৪ কোটি টাকার রেকর্ড অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ২১৯১.০১ কোটি টাকা কেন্দ্রের নানা খেলার যোজনায় রাখা হয়েছিল। যার মধ্যে খেলো ইন্ডিয়ার জন্য দেওয়া হয়েছিল ১ হাজার কোটি টাকা। ২০১৪-১৫ সালে ক্রীড়াখাতে বরাদ্দ হয়েছিল ১৬৪৩ কোটি টাকা। যা ১৩০ শতাংশের বেশি বাড়িয়ে এবার ৩৭৯৪ কোটি টাকা করা হয়েছে।
খেলো ইন্ডিয়া যোজনা ২০১৬-১৭ সালে শুরু হয়। গ্রাম এবং শহর, সমস্ত জায়গাতেই খেলার পরিকাঠামোর উন্নতি এবং নতুন প্রতিভা তুলে আনাই মূল লক্ষ্য়। ২০২১ সালে পরবর্তী পাঁচ বছরের জন্য এই প্রকল্পে বরাদ্দ হয় ৩৭৯০.৫০ কোটি টাকা। খেলো ইন্ডিয়া গেমসও শুরু করা হয়েছিল। প্রাথমিক ভাবে তাতে মাত্র ১৮টি খেলার ইভেন্ট ছিল, এখন যা বেড়ে ২৭ করা হয়েছে। খেলো ইন্ডিয়া গেমসের ১৭টি সংস্করণে ৫০ হাজারের বেশি অ্যাথলিট অংশ নিয়েছে। তেমনই খেলো ইন্ডিয়া প্যারা গেমসে ১৩০০-র বেশি অ্যাথলিট অংশ নিয়েছে। খেলো ইন্ডিয়া থেকে অনেক নতুন প্রতিভাও তুলে আনা হয়েছে।
এর পাশাপাশি ফিট ইন্ডিয়া মুভমেন্টের মাধ্যমে যেমন দেশে তরুণ প্রজন্মের মধ্যে ফিটনেস নিয়ে সচেতনা বেড়েছে। টার্গেট অলিম্পিক পোডিয়ামের মাধ্যমে অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো মাল্টিস্পোর্টস ইভেন্টে উন্নতি করেছে ভারত।
বিশ্বের ক্রীড়া মানচিত্রেও উল্লেখযোগ্য জায়গায় ভারত। ২০২২ সালে ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিশ্বকাপও আয়োজন করেছিল ভারত। মাত্র পাঁচ বছরের মধ্যেই বড় ইভেন্ট। এছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করেছে ভারত। দেশের বিভিন্ন অংশের পাশাপাশি জম্মু কাশ্মীরেও খেলাধুলোয় বিশেষ উন্নতিতে নজর দেওয়া হয়েছে।





