Calcutta Premier Hockey League: হকি স্টিক হাতে তাক লাগালেন মহারাজ, কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 23, 2025 | 7:34 PM

Sourav Ganguly: রবিবাসরীয় দুপুরে অন্য ভূমিকায় দেখা গেল মহারাজকে। হকি স্টিক হাতে ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অলিম্পিয়ান গুরবক্স সিংয়ের সঙ্গে ডুমুরজলার অ্যাস্ট্রোটার্ফে ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখা গেল। ছিল ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ।

1 / 8
রবিবাসরীয় দুপুরে অন্য ভূমিকায় দেখা গেল মহারাজকে। হকি স্টিক হাতে ধরা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। (Pic Credit - OWN Arrangement)

রবিবাসরীয় দুপুরে অন্য ভূমিকায় দেখা গেল মহারাজকে। হকি স্টিক হাতে ধরা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। (Pic Credit - OWN Arrangement)

2 / 8
অলিম্পিয়ান গুরবক্স সিংয়ের সঙ্গে ডুমুরজলার অ্যাস্ট্রোটার্ফে ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখা গিয়েছে। সেখানে ছিল ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ। (Pic Credit - OWN Arrangement)

অলিম্পিয়ান গুরবক্স সিংয়ের সঙ্গে ডুমুরজলার অ্যাস্ট্রোটার্ফে ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখা গিয়েছে। সেখানে ছিল ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ। (Pic Credit - OWN Arrangement)

3 / 8
 কলকাতা হকি প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়।  (Pic Credit - OWN Arrangement)

কলকাতা হকি প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। (Pic Credit - OWN Arrangement)

4 / 8
মোহনবাগান ও ইস্টবেঙ্গল টিমের প্লেয়ারদের সঙ্গে কথা বলেন, হাত মেলান সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল মহারাজকে।  (Pic Credit - OWN Arrangement)

মোহনবাগান ও ইস্টবেঙ্গল টিমের প্লেয়ারদের সঙ্গে কথা বলেন, হাত মেলান সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল মহারাজকে। (Pic Credit - OWN Arrangement)

5 / 8
মহরাজের একসময় ফুটবলের প্রতি বিশেষ প্রেম ছিল। পরবর্তীতে অবশ্য দাদাকে দেখে ব্যাট তুলে নেন সৌরভ। সেই শুরু। তারপর তিনি ভারতীয় ক্রিকেটকে যা গিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। (Pic Credit - OWN Arrangement)

মহরাজের একসময় ফুটবলের প্রতি বিশেষ প্রেম ছিল। পরবর্তীতে অবশ্য দাদাকে দেখে ব্যাট তুলে নেন সৌরভ। সেই শুরু। তারপর তিনি ভারতীয় ক্রিকেটকে যা গিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। (Pic Credit - OWN Arrangement)

6 / 8
সৌরভ হকিতেও যে হাত ঘোরাতে পারেন, তার প্রমাণ আজ পাওয়া গেল। প্রধান অতিথি হিসেবে হকি ডার্বি দেখতে এসে যে কারণে হকি স্টিক হাতে তুলে নিতে পিছপা হলেন না তিনি। (Pic Credit - OWN Arrangement)

সৌরভ হকিতেও যে হাত ঘোরাতে পারেন, তার প্রমাণ আজ পাওয়া গেল। প্রধান অতিথি হিসেবে হকি ডার্বি দেখতে এসে যে কারণে হকি স্টিক হাতে তুলে নিতে পিছপা হলেন না তিনি। (Pic Credit - OWN Arrangement)

7 / 8
রবিবারের হকি ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। (Pic Credit - OWN Arrangement)

রবিবারের হকি ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। (Pic Credit - OWN Arrangement)

8 / 8
ইস্টবেঙ্গলের হয়ে একটি মাত্র গোল করেন জামির। আর অপরদিকে মোহনবাগানের হয়ে তিন গোল অর্জুন, কার্থি এস এবং মহম্মদ রহিমের। (Pic Credit - OWN Arrangement)

ইস্টবেঙ্গলের হয়ে একটি মাত্র গোল করেন জামির। আর অপরদিকে মোহনবাগানের হয়ে তিন গোল অর্জুন, কার্থি এস এবং মহম্মদ রহিমের। (Pic Credit - OWN Arrangement)