
ভুবনেশ্বর: ৫ ম্যাচে ৫টিতেই জয়। আইএসএলে ছুটছে মোহনবাগানের (Mohun Bagan) অশ্বমেধের ঘোড়া। শনিবারের ম্যাচে গোলের দেখা পেতে ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সবুজ-মেরুনকে। তবে এই ম্যাচে জয়ের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়েছিল গতবারের চ্যাম্পিয়নদের। ম্যাচ জিতে তাই বাগান কোচ হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) মুখে চওড়া হাসি। এএফসি কাপে ওড়িশা এফসির কাছে পর্যুদস্ত হওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল মোহনবাগান। তার উপর বাগানের অধিকাংশ ফুটবলারই চোটের কবলে। সবুজ-মেরুনের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী, তা বোঝা গেল শনিবারের ম্যাচের পর। এই পরিস্থিতিতে হায়দরাবাদকে হারানো যে কঠিন ছিল, তা মানছেন ফেরান্দো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ম্যাচ শেষে বাগান কোচ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘হায়দরাবাদ শেষ তিনটি ম্যাচেই উন্নতি করেছে। ওরা যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। আমাদের কাছে তাই লড়াইটা বেশ কঠিন ছিল। ছেলেরাও এই ম্যাচের আগে মানসিক ভাবে বেশ চাপে ছিল। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট আমাদের উজ্জীবিত করবে। দ্বিতীয়ার্ধের শেষে আমরা জায়গা তৈরি করতে পেরেছি। ভালো খেলেছি। তারই ফল মিলেছে। আমি নিঃসন্দেহে খুশি।’
আইএসএলের ইতিহাসে এর আগে প্রথম পাঁচ ম্যাচে টানা জয়ের রেকর্ড কোনও দলের নেই। ২০১৮-১৯ মরসুমে প্রথম পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট অর্জন করেছিল বেঙ্গালুরু এফসি। এতদিন পর্যন্ত এটাই ছিল সবচেয়ে ভালো সূচনা। এবার সেই রেকর্ড ভেঙে দিল মোহনবাগান। এএফসি কাপে বড় ধাক্কা খাওয়ার পরও দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় সবুজ-মেরুন। বাগান কোচ বলেন, ‘ওড়িশার কাছে হারের পর মানসিক ভাবে ছেলেরা বিপর্যস্ত ছিল। তবে ঘুরে দাঁড়ানোর কাজটা ওরাই দেখিয়ে দিল। প্রথমার্ধে ভালো খেলতে না পারলেও, দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ নিজেদের দখলে নিই। এএফসি কাপে গত ম্যাচে মাঠে নামার আগে বসুন্ধরার ফল জানতে পারায় ফোকাসটা নড়ে গিয়েছিল।’
একই সঙ্গে তিনি বলেন, ‘ছেলেদের ভালো খেলার সুবাদেই প্রথম পাঁচ ম্যাচেই জয়ের দেখা পেয়েছি। আমি খুশি যে, ওদের মধ্যে জয়ের খিদে রয়েছে। জেতার মানসিকতা নিয়েই মাঠে নামে। এ ভাবেই এগিয়ে যেতে চাই।’ ৬৪ মিনিট মাঠে থাকলেও গোল পাননি অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস। যদিও তাঁর পারফরমেন্সে অখুশি নন ফেরান্দো। বরং তিনি বলছেন, ‘জেসন তো ভালোই খেলছে। ও আক্রমণে জায়গা তৈরি করছে। ৬৪ মিনিট মাঠে ছিল। সুযোগ তৈরি করেছে। গত ম্যাচেও ৯০ মিনিট খেলেছে। একজন ফুটবলার ক্লান্ত হতেই পারে। বিশেষ করে বারবার যদি টানা অনেকদিন খেলা বন্ধ থাকে।’
কে গোল পাচ্ছে, কে পাচ্ছে না তাতে আমল দিতে নারাজ ফেরান্দো। বরঞ্চ টিমগেমেই জোর সবুজ-মেরুন হেডস্যারের। পজিশনাল অ্যাটাকে দলের ফুটবলারা জায়গা তৈরি করছে। সেটাকেই গুরুত্ব দিতে চান বাগানের স্প্যানিশ কোচ। পেশীর চোটের কারণে ভুবনেশ্বর যাননি মনবীর সিং আর দিমিত্রি পেত্রাতোস। তাড়াহুড়ো চান না ফেরান্দো। পুরোপুরি সুস্থ হওয়ার পরই দুই ফুটবলারকে দলে চান বাগান কোচ। বুধবার ওড়িশা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে নামবে মোহনবাগান। এএফসি কাপে হারের বদলা আইএসএলে নিতে তৈরি সবুজ-মেরুন।