Kolkata Derby: মরসুমের তৃতীয় আর বছরের প্রথম ডার্বি কখন, কোথায় কী ভাবে দেখবেন?

Jan 18, 2024 | 7:57 PM

Mohun Bagan Super Giant vs East Bengal, Super Cup: গ্রুপ-এ-তে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। চারটি গ্রুপের শীর্ষে থাকা দল সেমিফাইনালের টিকিট পাবে। আপাতত ইস্ট-মোহনের পয়েন্ট একই। কিন্তু মোহনবাগানের থেকে গোল বেশি দেওয়ার নিরিখে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে বলে, এই ম্যাচ ড্র করলেই সেমির টিকিট পাবে লাল-হলুদ।

Kolkata Derby: মরসুমের তৃতীয় আর বছরের প্রথম ডার্বি কখন, কোথায় কী ভাবে দেখবেন?
মরসুমের তৃতীয় আর বছরের প্রথম ডার্বি কখন, কোথায় কী ভাবে দেখবেন? জানতে পড়ুন

Follow Us

কলকাতা: মরসুমের তৃতীয় ডার্বি… কিন্তু বছরের প্রথম। কলকাতায় অবশ্য নয়। এ বারের বড় ম্যাচের আসর বসছে ভুবনেশ্বরে। সুপার কাপে মোহনবাগান (Mohun Bagan Super Giant) ও ইস্টবেঙ্গল (East Bengal) আগামিকাল মুখোমুখি। গ্রুপ-এ-তে রয়েছে দুই দল। চারটি গ্রুপের শীর্ষে থাকা দল সেমিফাইনালের টিকিট পাবে। আপাতত ইস্ট-মোহনের পয়েন্ট একই। কিন্তু মোহনবাগানের থেকে গোল বেশি দেওয়ার নিরিখে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে বলে, এই ম্যাচ ড্র করলেই সেমির টিকিট পাবে লাল-হলুদ। দুই দলই আগামিকাল ৩ পয়েন্ট ঝুলিতে ভরে নেওয়ার জন্য লড়াইয়ে নামবে। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কী ভাবে দেখবেন সুপার কাপে কলকাতা ডার্বি (Kolkata Derby)

কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি কবে?

চলতি কলিঙ্গ সুপার কাপে আগামিকাল, শুক্রবার ১৯ জানুয়ারি মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি।

কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি কোথায় অনুষ্ঠিত হবে?

কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি কোথায় অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।

কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি কখন হবে?

কলিঙ্গ সুপার কাপে আগামিকাল কলকাতা ডার্বি শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে।

কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি টেলিভিশনে কোথায় দেখতে পাবেন?

টেলিভিশনে এ বারের কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে।

কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি মোবাইলে কোথায় দেখা যাবে?

কলিঙ্গ সুপার কাপে কলকাতা ডার্বি মোবাইলে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে এবং জিও সিনেমা ওয়েবসাইটে।

Next Article