Napoli: ৩৩ বছর পর, মারাদোনার স্মৃতি তাজা করে নাপোলির লিগ খেতাব জয়
শেষবার মারাদোনার হাত ধরে ১৯৯০ সালে ইতালিয়ান লিগের ট্রফি এসেছিল নাপোলির (Napoli) ঘরে। ৩৩ বছরের খরা শেষ হল বৃহস্পতিবার রাতে।

উডেইন: তিন দশকেরও বেশি সময়। এই সময়ের মধ্যে পৃথিবী ওলট পালট হয়ে গিয়েছে। আমূল পরিবর্তন হয়েছে ফুটবল জগতেও। ৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনায় গিয়েছে ফুটবল বিশ্বকাপ। ফুটবল জগতের দুই মহারথী পেলে ও দিয়েগো মারাদোনা, দু’জনই পাড়ি দিয়েছেন অজানালোকে। এত কিছু ঘটলেও নাপোলির লিগ খেতাব জেতা হচ্ছিল না। শেষবার মারাদোনার হাত ধরে ১৯৯০ সালে ইতালিয়ান লিগের ট্রফি এসেছিল নাপোলির (Napoli) ঘরে। ৩৩ বছরের খরা শেষ হল বৃহস্পতিবার রাতে। উডিনেসের বিরুদ্ধে ম্যাচ ১-১ ড্র হয়েছে। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নাপোলির। লিগের বাকি ম্যাচগুলিতে মারাদোনার (Diego Maradona) একসময়ের ক্লাবকে ছাপিয়ে যাওয়ার উপায় নেই কারও। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
নাপোলির সমর্থকরা তৈরি হয়েই উডিনেসের ঘরের মাঠে বৃহস্পতিবারের ম্যাচে ভিড় জমিয়েছিলেন। তবে প্রথমেই ভয় ধরিয়ে দিয়েছিল হোম টিম। ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় উডিনেস। কিছুক্ষণের জন্য হলেও থমকে যায় গ্যালারির উদযাপন। বিরতিতে নাপোলি পিছিয়ে ছিল ০-১ গোলে। অবশেষে ম্যাচের ৫২ মিনিটে ভিক্টর ওসিমেন সমতা ফেরাতেই হাঁফ ছেড়ে বাঁচে নেপলসের টিম। এরপর আর কোনও গোল হয়নি। প্রয়োজন ছিল ১ পয়েন্ট। ম্যাচ শেষে উডিনেসের দাসিয়া স্টেডিয়াম থেকে নেপলসে শুরু হয় উৎসব। সারারাত জুড়ে সেলিব্রেশন। গত ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার উদযাপনের স্মৃতি যেন আরও একবার ফিরে এল।
SIAMO NOOOOIIIIIIII ? #Napul3 pic.twitter.com/G2htDc21qa
— Official SSC Napoli (@sscnapoli) May 4, 2023
সিরি আ-তে নাপোলির হয়ে গোটা মরসুম জুড়ে দারুণ খেলেছেন ভিক্টর ওসিমেন। এদিনও তাঁর গোলে প্রয়োজনীয় ১ পয়েন্ট ঘরে তুলেছে নেপলসের ক্লাবটি। ভিক্টরের গোলের পর উডিনেসের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ এসেছিল। সেসব কাজে না লাগাতে পারলেও ৩৩ বছর পর ট্রফি দখলে নিতে অসুবিধে হয়নি নাপোলির। দীর্ঘ তিন দশক পর খেতাব জয়ের উদযাপনের রত মারাদোনার ক্লাব।





