News9 Corporate Badminton Championship: ব্যাডমিন্টন উৎসব শুরু হওয়ার অপেক্ষা, জেনে নিন News9 Corporate Badminton চ্যাম্পিয়নশিপের সূচি

News9 Corporate Badminton Championship 2025: নিউজ ৯ উদ্যোগ নিয়েছে এক ব্যাডমিন্টন উৎসবের। যার নাম নিউজ ৯ কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। এ বার এই টুর্নামেন্টের সূচি প্রকাশিত হল।

News9 Corporate Badminton Championship: ব্যাডমিন্টন উৎসব শুরু হওয়ার অপেক্ষা, জেনে নিন News9 Corporate Badminton চ্যাম্পিয়নশিপের সূচি
ব্যাডমিন্টন উৎসব শুরু হওয়ার অপেক্ষা, জেনে নিন News9 Corporate Badminton চ্যাম্পিয়নশিপের সূচিImage Credit source: TV9 Network

May 08, 2025 | 2:07 PM

ফুটবলের ময়দানে সাফল্যের পর এ বার ব্যাডমিন্টন কোর্টে পা রাখল নিউজ নাইন। এর আগে টিভি নাইন কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল। তারপর টিভি নাইনের অন্যতম উদ্যোগ ইন্ডিয়ান টাইগার অ্যান্ড টাইগ্রেস প্রকল্প ভারতীয় ফুটবলে নতুন জোয়ার নিয়ে এসেছে। এ বার তাই পালা আর এক জনপ্রিয় খেলা, ব্যাডমিন্টনের। নিউজ ৯ উদ্যোগ নিয়েছে এক ব্যাডমিন্টন উৎসবের। যার নাম নিউজ ৯ কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (News9 Corporate Badminton Championship)। এ বার এই টুর্নামেন্টের সূচি প্রকাশিত হল।

ডক্টর রেড্ডি, মাইক্রোসফ্ট, অ্যাকসেঞ্চার, ইনফোসিস, উইপ্রো, অ্যামাজন, জেনপ্যাক্ট, ক্যাপজেমিনির মতো নানা কোম্পানির কর্মীরা এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন। অনেকে এই টুর্নামেন্টে খেলতে ইচ্ছুক। যা স্পষ্ট করে দিচ্ছে যে, কর্পোরেট জগতেও খেলাধুলোর প্রতি অনেকের উৎসাহ রয়েছে। 

কবে শুরু হচ্ছে নিউজ ৯ কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ?

এই টুর্নামেন্টে পারফর্ম করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৯ মে থেকে শুরু হচ্ছে নিউজ ৯ কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ৯ তারিখ থেকে ১১ তারিখ অবধি এই টুর্নামেন্ট হবে। তিন দিনের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আকর্ষণীয় হতে চলেছে। কোন টিম কার বিরুদ্ধে খেলবে, তার সূচি প্রকাশিত হয়েছে। এক ক্লিকে দেখে নিন বিস্তারিত।

নিউজ ৯ কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ভেন্যু: পুল্লেলা গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমি, গাছিবাউলি, হায়দরাবাদ

তারিখ: ৯ মে থেকে ১১ মে ২০২৫ 

খেলাধুলা ও সংস্কৃতির প্রচারের উপর জোর দেওয়া ভারতের এক নম্বর নেটওয়ার্ক TV9 নেটওয়ার্ক। দেশজুড়ে খেলাধুলা এবং সংস্কৃতির প্রচারের জন্য ক্রমাগত কাজ করে আসছে। এ বার সফল ভাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের অপেক্ষায় নিউজ নাইন।