কেউই অপরাজিত নয়, বলছেন নাদাল

May 27, 2021 | 7:16 PM

ফরাসি ওপেনের আগে নাদাল (Rafael Nadal) রোম মাস্টার্সে নোভাক জকোভিচকে হারিয়ে ট্রফি জিতেছেন। আত্মবিশ্বাস তুঙ্গে।

Follow Us

প্যারিস: রোলাঁ গারো (Roland Garros) মানে রাফায়েল নাদাল (Rafael Nadal)। ফরাসি ওপেনে (French Open) অবিশ্বাস্য ট্র্যাক রেকর্ড তাঁর। টেনিসের (Tennis) ফ্যাব থ্রির অন্যতম সেরা প্লেয়ার এ বারও খেতাব জয়ের জন্যই নামবেন। কিন্তু তার আগে রাফা এও মনে করিয়ে দিচ্ছেন, টেনিসে কেউই অপরাজেয় নয়। যে কোনও সময় যে কেউ হেরে যেতে পারে।

ফরাসি ওপেন শুরু আর কয়েক ঘণ্টা পর। তার আগে নাদাল এক সাক্ষাত্‍কারে বলেছেন, ‘এই বছর আমি শুরুতেই হেরে গিয়েছি মন্টে কার্লো আর মাদ্রিদ ওপেনে। আশা করি রোলাঁ গারোতে আমি হারব না। টেনিসে কেউই অপরাজিত নয়। তবে আমি যেটা করতে পারি, সেটা হল, শেষ পর্যন্ত দুরন্ত লড়াই।’

রাফার সামনে এখন একটাই লক্ষ্য, রজার ফেডারের ২০টা গ্র্যান্ড স্লাম (Grand Slam) খেতাবকে টপকে যাওয়া। সেটা যদি এই ফরাসি ওপেন জিততে পারেন, সহজেই টপকে যাবেন। স্প্যানিশ তারকা অবশ্য এ সব নিয়ে ভাবতে নারাজ। ৩৫-এও এতটা ঝলমলে দেখাচ্ছে কী করে? নাদাল বলেছেন, ‘১০ বছর আগের কথা যদি বলেন, না, তখন আমি ভাবিনি যে ৩৫ বছরেও খেলব। কারণ, ১০ বছর আগে আমি নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন এটা ভাবতেই পারতাম না যে, আমার কেরিয়ার এতটা দূর গড়াবে।’

ফরাসি ওপেনের আগে নাদাল রোম মাস্টার্সে নোভাক জকোভিচকে হারিয়ে ট্রফি জিতেছেন। আত্মবিশ্বাস তুঙ্গে। রোলাঁ গারোয় আরও একবার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান রাফা। কেরিয়ারে সব মিলিয়ে ৮৮টা খেতাব জিতেছেন তিনি। যার মধ্যে ৬২টাই এসেছে ক্লে কোর্ট থেকে।

নাদালের কথায়, ‘রোলাঁ গারো আমার স্পেশাল জায়গা। ভালো খেলি আর না-ই খেলি, আসল চ্যাম্পিয়ন হওয়া।’

আরও পড়ুন: ধোনি-বিরাট নন, তা হলে কে ভারতের সব থেকে ধনী ক্রিকেটার?

প্যারিস: রোলাঁ গারো (Roland Garros) মানে রাফায়েল নাদাল (Rafael Nadal)। ফরাসি ওপেনে (French Open) অবিশ্বাস্য ট্র্যাক রেকর্ড তাঁর। টেনিসের (Tennis) ফ্যাব থ্রির অন্যতম সেরা প্লেয়ার এ বারও খেতাব জয়ের জন্যই নামবেন। কিন্তু তার আগে রাফা এও মনে করিয়ে দিচ্ছেন, টেনিসে কেউই অপরাজেয় নয়। যে কোনও সময় যে কেউ হেরে যেতে পারে।

ফরাসি ওপেন শুরু আর কয়েক ঘণ্টা পর। তার আগে নাদাল এক সাক্ষাত্‍কারে বলেছেন, ‘এই বছর আমি শুরুতেই হেরে গিয়েছি মন্টে কার্লো আর মাদ্রিদ ওপেনে। আশা করি রোলাঁ গারোতে আমি হারব না। টেনিসে কেউই অপরাজিত নয়। তবে আমি যেটা করতে পারি, সেটা হল, শেষ পর্যন্ত দুরন্ত লড়াই।’

রাফার সামনে এখন একটাই লক্ষ্য, রজার ফেডারের ২০টা গ্র্যান্ড স্লাম (Grand Slam) খেতাবকে টপকে যাওয়া। সেটা যদি এই ফরাসি ওপেন জিততে পারেন, সহজেই টপকে যাবেন। স্প্যানিশ তারকা অবশ্য এ সব নিয়ে ভাবতে নারাজ। ৩৫-এও এতটা ঝলমলে দেখাচ্ছে কী করে? নাদাল বলেছেন, ‘১০ বছর আগের কথা যদি বলেন, না, তখন আমি ভাবিনি যে ৩৫ বছরেও খেলব। কারণ, ১০ বছর আগে আমি নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন এটা ভাবতেই পারতাম না যে, আমার কেরিয়ার এতটা দূর গড়াবে।’

ফরাসি ওপেনের আগে নাদাল রোম মাস্টার্সে নোভাক জকোভিচকে হারিয়ে ট্রফি জিতেছেন। আত্মবিশ্বাস তুঙ্গে। রোলাঁ গারোয় আরও একবার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান রাফা। কেরিয়ারে সব মিলিয়ে ৮৮টা খেতাব জিতেছেন তিনি। যার মধ্যে ৬২টাই এসেছে ক্লে কোর্ট থেকে।

নাদালের কথায়, ‘রোলাঁ গারো আমার স্পেশাল জায়গা। ভালো খেলি আর না-ই খেলি, আসল চ্যাম্পিয়ন হওয়া।’

আরও পড়ুন: ধোনি-বিরাট নন, তা হলে কে ভারতের সব থেকে ধনী ক্রিকেটার?

Next Article