মেলবোর্ন : একটা বছর কেটেছে অপেক্ষায়। গত বছর অস্ট্রেলিয়ায় পৌঁছেও বছরের প্রথম গ্র্যান্ড স্লামে নামা হয়নি নোভাক জকোভিচের। কোভিড টিকা না নেওয়ায় তাঁকে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে দেয়নি সে দেশের সরকার। আইনি লড়াই অবধি গড়িয়েছিল পরিস্থিতি। তবে না খেলেই অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছিল নোভাককে। এ বার অস্ট্রেলিয়া সরকারের অনুমতি নিয়ে ফের পছন্দের প্রতিযোগিতায় ফিরতে পেরেছেন নোভাক। সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে মরিয়া। এখনও অবধি সঠিক পথেই এগচ্ছেন। চতুর্থ রাউন্ডে তরুণ অজি তরুণ খেলোয়াড় অ্যালেক্স ডি মিনাউরকে ৬-২, ৬-১, ৬-২’র স্ট্রেট সেটে হারালেন নোভাক জকোভিচ। পৌঁছে গেলেন বছরের প্রথম গ্র্য়ান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে। বিস্তারিত TV9Bangla-য়।
এ বছরও বিতর্কে জড়ালেন নোভাক জকোভিচ। গত বছর কোভিড টিকা বিতর্কে খেলা হয়নি। এ বার ম্যাচ চলাকালীন তাঁর হাতে ড্রিঙ্কসের যে বোতল দেওয়া হয়, তার সঙ্গে একটি চিরকূটও ছিল। গ্যালারি থেকেই এমন ভিডিয়ো করা হয়েছে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কী ছিল সেই চিরকূটে! বিশেষ কোনও বার্তা! তেমনটাই মনে করা হচ্ছে। নোভাকের ফোকাস অবশ্য আরও একটা গ্র্যান্ড স্লাম জয়ে। চতুর্থ রাউন্ডের ম্যাচ শেষে নোভাক বলেন, ‘দীর্ঘ ম্যাচ খেলতে চাইনি। আমার লক্ষ্যই ছিল স্ট্রেট সেটে ম্যাচ জেতা। সে কারণেই আরও বেশি আগ্রাসী খেলায় মন দিই। আমার যেটা মনে হয়েছিল, মিনাউর কিছুটা নার্ভাস ছিল। টেনিস গতিময় খেলা। যে কোনও মুহূর্তেই রং বদলে যেতে পারে। আমি আমার ফোকাস ধরে রেখেছি। এ বছরের সেরা ম্যাচ খেললাম।’
চোট নিয়ে স্ট্রেট সেটে ম্যাচ জেতা সহজ ছিল না। প্রতিপক্ষ কাগজে কলমে যতটাই পিছিয়ে থাক না কেন। গত ম্যাচেও চোট নিয়েই স্ট্রেট সেটে জিতেছিলেন নোভাক। মিনাউরকে হারিয়ে আরও বলেন, ‘চোট নিয়ে কিছুটা সমস্যায় ছিলাম। তবে আজ তেমন অস্বস্তি ছিল না। আমার মেডিক্যাল টিম, ফিজিও খুব ভালো কাজ করছে। কোনও কিছুকেই আমি হেলাফেলা ভাবে নিই না। আরও ভালো ভাবে টুর্নামেন্টে এগনোই লক্ষ্য়। এর জন্য আমাকে অনেক ওষুধ খেতে হচ্ছে। যা হয়তো ঠিক নয়। আজ অনেকটাই খোলা মনে চোটের কথা না ভেবে খেলতে পেরেছি। আশা করি টুর্নামেন্টে এ ভাবেই এগিয়ে যেতে পারব।’