
কতই রঙ্গ দেখি দুনিয়ায়…! বা, যেমন খুশি তেমন সাজো! মেলবোর্নের রড লেভার এরিনা দেখলে, দুটোর যে কোনও একটা বলতে ইচ্ছে করবে ক্রীড়া প্রেমীদের। ১৪ জানুয়ারি, রবিবার শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম। তার আগে অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে দেখা গেল টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন। মেলবোর্নের ভরা গ্যালারি সাক্ষী রইল নোভাক জকোভিচ (Novak Djokovic) বনাম স্টিভ স্মিথের (Steve Smith) দ্বৈরথের। ব়্যাকেট হাতে অজি তারকা ক্রিকেটার স্মিথ আর ব্যাট হাতে সার্বিয়ান টেনিস তারকা নোভাক — এই দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল। টেনিস সুপারস্টার নোভাক জকোভিচের সঙ্গে রড লেভার এরিনায় কিছুক্ষণ টেনিস খেলেন স্মিথ। ঠিক উল্টো ছবিও দেখা যায়। ব্যাটে-বলে এক অন্য অবতারে ধরা দেন ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক।
নিজ নিজ ক্ষেত্রে নোভাক জকোভিচ এবং স্টিভ স্মিথ অতুলনীয়। নোভাক যে টেনিসে রীতিমতো পারদর্শী তা বলার অপেক্ষা রাখে না। স্টিভ স্মিথও বাইশ গজে নামলে শাসন করে থাকেন। কিন্তু স্মিথ যে এত ভালো টেনিস খেলেন, তা না দেখলে কেউ বিশ্বাসই হয়তো করত না। নোভাক জকোভিচের এক সার্ভিসের নিখুঁত রিটার্ন দেন স্মিথ। যা দেখে অবাক হয়ে স্মিথের দিকে তাঁকিয়ে থাকেন জোকার। এই শট দেখে জকোভিচ মাথা নীচু করে স্মিথকে কুর্নিশও জানান।
Game respects game!
(And Novak is just like the rest of us when it comes to Smudge…)@stevesmith49 • @DjokerNole • #AusOpen • #AO2024 pic.twitter.com/ioL8hjVSrF
— #AusOpen (@AustralianOpen) January 11, 2024
টেনিস ব়্যাকেট হাতে স্মিথের শট দেখে নোভাক চমকে গেলেও, ব্যাট হাতে সেভাবে চমক দেখাতে পারেননি নোভাক। তিনি ব্যাটে-বলে সংযোগ ঠিক করতে পারেননি বলে, হাসতে হাসতে টেনিস ব়্যাকেট দিয়ে একটি শট মারেন। যা গিয়ে পড়ে গ্যালারিতে। সঙ্গে সঙ্গে হাততালি ও হাসিতে ফেটে পড়ে রড লেভার এরিনার গ্যালারি।
Is it too late to add him to the test squad?! From the sounds of it the selectors are open to trying things out…@DjokerNole • #AusOpen • #AO2024 pic.twitter.com/VAJq2KFShr
— #AusOpen (@AustralianOpen) January 11, 2024
Can bat, can bowl.
As we all know, a good all-rounder can really unlock your line-up.@stevesmith49 • @DjokerNole • #AusOpen • #AO2024 pic.twitter.com/eHwWhgF1HD
— #AusOpen (@AustralianOpen) January 11, 2024
অস্ট্রেলিয়ান ওপেনের সোশ্যাল মিডিয়া সাইট X এ নোভাক জকোভিচের ক্রিকেট খেলা এবং স্টিভ স্মিথের টেনিস খেলার ভিডিয়ো ও ছবি শেয়ার করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, জকোভিচ বল করেছেন স্মিথকেও। এই সকল ছবি-ভিডিয়ো বলে দিচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে রড লেভার এরিনা জমে গিয়েছে।