Novak Djokovic: তারুণ্য টপকে দ্বিতীয় রাউন্ডে জোকার

TV9 Bangla Digital | Edited By: sushovan mukherjee

Sep 01, 2021 | 2:30 PM

যতটা 'সহজ' ম্যাচের ফল দেখে মনে হচ্ছে, ততটা কিন্তু নয়। প্রথম সেটে জেতার পর দ্বিতীয় সেটে ১৮ বছরের হল্গার (Holger Rune) ম্যাচে ফিরেছিলেন। যা কিছুটা হলেও চাপ বাড়িয়ে দিয়েছিল জোকারের (Djokovic)। হল্গারকে নিয়ে উচ্ছ্বসিত জকোভিচ (Novak Djokovic) বলেছেন, 'ও ম্যাচের কঠিন পরিস্থিতিগুলো চমৎকার সামলেছে।'

Novak Djokovic: তারুণ্য টপকে দ্বিতীয় রাউন্ডে জোকার
জয় দিয়ে যাত্রা শুরু জোকারের। ছবি: টুইটার

Follow Us

নিউ ইয়র্ক: ইউএস ওপেন (US Open) চ্যাম্পিয়ন হলে এক মরসুমে চারটে গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড করে ফেলবেন। সেই লক্ষ্য সামনে রেখে কোর্টে নেমে প্রথম রাউন্ডে সহজেই জিতলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। ৬-১, ৬-৭, ৬-২, ৬-১ হারালেন হল্গার রানকে (Holger Rune)।

যতটা ‘সহজ’ ম্যাচের ফল দেখে মনে হচ্ছে, ততটা কিন্তু নয়। প্রথম সেটে জেতার পর দ্বিতীয় সেটে ১৮ বছরের হল্গার (Holger Rune) ম্যাচে ফিরেছিলেন। যা কিছুটা হলেও চাপ বাড়িয়ে দিয়েছিল জোকারের (Djokovic)। হল্গারকে নিয়ে উচ্ছ্বসিত জকোভিচ (Novak Djokovic) বলেছেন, ‘ও ম্যাচের কঠিন পরিস্থিতিগুলো চমৎকার সামলেছে। সত্যি বলতে কী, ওকে কিন্তু থামানো কঠিন। তৃতীয় সেটে ওকে থামাতে পারব বলে মনে হচ্ছিল না।’

আরও পড়ুন: Pele Health: আমি সুস্থ আছি, দুশ্চিন্তা উড়িয়ে বললেন পেলে

কেরিয়ারে সব মিলিয়ে তিনবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন জোকার। ফ্লাশিং মেডোয় টানা ১৩ ম্যাচ অপরাজিত রয়েছেন সার্বিয়ান। দ্বিতীয় রাউন্ডে ডাচ টেনিস প্লেয়ার ট্যালন গ্রিকস্পুরের বিরুদ্ধে ম্যাচ। যে ছন্দে পুরো মরসুম জুড়ে আছেন তিনি, মরসুমের শেষ গ্র্যান্ড স্লাম জেতা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন টেনিসমহল।

Next Article