তৃণমূলস্তর থেকে ফুটবলার তুলে আনার লক্ষ্যে অভিনব উদ্যোগ এক বেসরকারি স্কুলের। এই গ্রুপের স্কুল রয়েছে বিভিন্ন জেলায়। তাদের সঙ্গে এই উদ্যোগে সামিল বাংলা ফুটবল সংস্থা অর্থাৎ আইএফএ-ও। ছবি: নিজস্ব
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে তারই একটি সাংবাদিক সম্মেলন হল এদিন। টুর্নামেন্টের বিষয়ে নানা তথ্য দেওয়া হল উদ্যোক্তাদের তরফে। ৬ থেকে ১২ বছরের বাচ্চাদের নিয়ে হবে এই গোল্ডেন বেবি লিগ। ছবি: নিজস্ব
অনূর্ধ্ব-৬, ৮ ও ১২ বছরের বাচ্চাদের নিয়ে হবে বয়সভিত্তিক টুর্নামেন্ট। গোল্ডেন বেবি লিগ শুরু হবে ১৫ জুলাই। ফাইনাল ৩০ অগস্ট। ছবি: নিজস্ব
কলকাতার বেশ কয়েকটি নামী স্কুল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। কলকাতা ছাড়া অন্যান্য জেলাতেও আয়োজক স্কুলের ক্যাম্পাসে হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলি। ছবি: নিজস্ব
অনূর্ধ্ব ৬, ৮ এবং ১২। প্রতিটি বয়স ভিত্তিক বিভাগেই থাকছে ৮টি করে টিম। তাদের দুটি গ্রুপে রাখা হবে। উদাহরণ হিসেবে বলা যায়, অনূর্ধ্ব ৬ বিভাগে প্রতি গ্রুপে চারটি করে টিম থাকবে। রাউন্ড রবিন ভিত্তিতে খেলা শেষে নকআউট। ছবি: নিজস্ব
নার্সারি স্তরের ফুটবলারদের মধ্যে এই খেলার প্রতি আকর্ষণ বাড়াতে থাকছে বিভিন্ন পুরস্কার। তাদের জন্যও গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভের মতো পুরস্কার থাকছে। ছবি: নিজস্ব
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই টুর্নামেন্টের ঘোষণায় প্রাক্তন ফুটবলার রহিম নবি, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফ-এর সহসচিব সৌরভ পাল এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ছবি: নিজস্ব