Paris 2024: অলিম্পিকে পদকজয়ী, ভারতীয় অভিনেত্রীর সঙ্গে পর্দায়!

Sep 21, 2024 | 12:08 AM

Paris Olympics 2024: সিনেমায় একজন 'অ্যাসাসিন'-র ভূমিকায় দেখা যাবে তাঁকে। বলা যায় নেগেটিভ রোল। সিনেমার নাম ক্রাশ। তাতে ভারতীয় অভিনেত্রী অনুষ্কা সেনের সঙ্গে দেখা যাবে প্যারিসের পদকজয়ীকে।

Paris 2024: অলিম্পিকে পদকজয়ী, ভারতীয় অভিনেত্রীর সঙ্গে পর্দায়!
Image Credit source: Charles McQuillan/Getty Images

Follow Us

অলিম্পিকের শুটিংয়ে পদক জিতেছেন। এ বার সিনেমার শুটিংয়ে! তাও আবার ভারতীয় অভিনেত্রীর সঙ্গে! এমনটাই খবর। প্যারিস অলিম্পিকে শুটিংয়ের স্কিল দেখিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী কিম ইয়ে-জি। এ বার অভিনয়ে নামতে চলেছেন অলিম্পিকে পদকজয়ী এই শুটার। সিনেমায় একজন ‘অ্যাসাসিন’-র ভূমিকায় দেখা যাবে তাঁকে। বলা যায় নেগেটিভ রোল। সিনেমার নাম ক্রাশ। তাতে ভারতীয় অভিনেত্রী অনুষ্কা সেনের সঙ্গে দেখা যাবে প্যারিসের পদকজয়ীকে।

প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে রুপো এনেছেন কিম। বয়স মাত্র ৩২। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অতি জনপ্রিয় হয়ে উঠেছেন কিম। অলিম্পিকের ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে। এমনকি এলন মাস্কের মতো সেলিব্রিটিও তাঁকে নিয়ে আলোচনা করে থাকেন!

খ্যাতির শিখরে কিম। এ বার রুপোলী পর্দাতেও একই জাদু দেখানোই লক্ষ্য। গ্লোবাল ফিল্ম প্রজেক্ট এর একটি অংশ ক্রাশ। এশিয়ার এই প্রকল্পে ভারতের অনুষ্কা সেনের সঙ্গে দেখা যাবে। গত অগস্টে দক্ষিণ কোরিয়ার ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। বিনোদনের জগতেও ডানা মেলতে প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক নামি ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত। একটি ম্যাগাজিনের জন্য ফটোশুটও করেছেন। এ বার বড় পর্দায় তাঁকে দেখার অপেক্ষা।

Next Article