হানঝাউ: নামবিভ্রাট! ভ্রান্তিবিলাস! কোন শব্দটা মানানসই, বলা কঠিন। যাই হোক না কেন, ওই যে কথায় বলে, যা হয় ভালোর জন্যই হয়। ভারতীয় অ্যাথলেটিক্সে এই নাম বিভ্রাটও যেন ভালোর জন্যই হয়েছিল। এ বারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন কিরণ বালিয়া। শট পাটে ব্রোঞ্জ তাঁর সৌজন্যে। শুধু তাই নয়, এশিয়ান গেমসে দীর্ঘ ৭২ বছরের খরা কেটেছে কিরণের থ্রোয়েই। বোঝা গেল না! দীর্ঘ ৭২ বছর পর শট পাটে পদক জিতেছে ভারত। শট পাট ইভেন্টে ছিলেন ভারতের তারকা মনপ্রীত কৌর। তবে পদকের অপেক্ষা মিটিয়েছেন কিরণ। যদি নাম বিভ্রাট না হত? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এই কাহিনির শুরুটা অনেক আগে। সালটা ২০১৪। রাজ্য মিটে শট পাট ইভেন্ট। হঠাৎই ডাকা হয় কিরণের নাম। কিরণ বালিয়া নাম রেজিস্ট্রেশন করেছিলেন জ্যাভলিন থ্রোয়ের জন্য। স্বাভাবিক ভাবেই শট পাট ইভেন্টে তাঁর নাম ডাকায় অবাক হয়ে যান কিরণ। সমস্যাটা হয়েছিল উদ্যোক্তাদের ভুলে। আর এক কিরণ শট পাটের জন্য নাম নথিভূক্ত করেছিলেন। তাঁকে জ্যাভলিন এবং এই কিরণকে শট পাটে ডাকা হয়। সব গুলিয়ে গেল তো! এই গুলিয়ে যাওয়ার জন্যই কিরণ বালিয়া শট পাটে নেমেছিলেন! জ্যাভলিন থ্রো থেকে শট পাট। এই অদলবদলই ভারতকে ইতিহাস গড়তে সাহায্য করেছে।
শুক্রবার হানঝাউ এশিয়ান গেমসে ১৭.৩৬ মিটার ছুড়ে পদক নিশ্চিত করেন কিরণ বালিয়া। ভারতের এই অ্যাথলিট ইভেন্টের পর বলেন, ‘এখানে আসার আগে ভাবিনি কোনও ইতিহাস গড়ব বা এমন কিছু হবে। আমি এ সম্পর্কে জানতামও না। নিজের সেরাটুকু দিতে চেয়েছিলাম। স্টার্ট লিস্ট দেখে মনে হয়েছিল, আমি ভালো জায়গাতেই রয়েছি। পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নই। এটা আমার সেরা পারফরম্যান্স নয়। তবে দেশের জন্য পদক জিততে পেরে ভালো লাগছে।’
সকলেই চায় সোনালী পদক জিততে। সকলের প্রত্যাশা পূরণ হওয়ার নয়। ভারতের ঝুলিতে পদক এসেছে, শট পাটে ৭২ বছরের খরা কেটেছে, এটাই যেন বড় প্রাপ্তি।