Asian Games 2023: এশিয়ান গেমস টিটিতে ইতিহাস দুই বঙ্গকন্যার

Asian Games 2023, Table Tennis: এশিয়ান গেমস টেবল টেনিসে ইতিহাস। টেবল টেনিসে পদক নিশ্চিত দুই বঙ্গকন্যার। তবে পদকের রং বদলাতেই পারে। সেই স্বপ্নই দেখাচ্ছেন সুতীর্থা ও ঐহিকা মুখোপাধ্যায়। হানঝাউ গেমসের সেমিফাইনালে জায়গা করে নিল সুতীর্থা-ঐহিকা জুটি। বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা চিনের চেন মেং-ওয়াং ইদি জুটিকে হারিয়ে পদক নিশ্চিত করলেন সুতীর্থারা। এ বার প্রত্যাশা আরও বাড়ছে তাঁদের ঘিরে।

Asian Games 2023: এশিয়ান গেমস টিটিতে ইতিহাস দুই বঙ্গকন্যার
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 6:10 PM

হানঝাউ: এশিয়ান গেমস টেবল টেনিসে ইতিহাস। টেবল টেনিসে পদক নিশ্চিত দুই বঙ্গকন্যার। তবে পদকের রং বদলাতেই পারে। সেই স্বপ্নই দেখাচ্ছেন সুতীর্থা ও ঐহিকা মুখোপাধ্যায়। হানঝাউ গেমসের সেমিফাইনালে জায়গা করে নিল সুতীর্থা-ঐহিকা জুটি। বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা চিনের চেন মেং-ওয়াং ইদি জুটিকে হারিয়ে পদক নিশ্চিত করলেন সুতীর্থারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চিনের বিশ্ব চ্যাম্পিয়ন জুটি এমন ধাক্কা খাবেন কেই বা প্রত্যাশা করেছিল! তাদের দেশে এশিয়ান গেমস। বিগ লোটাসে বড় অঘটন দুই বঙ্গকন্যার। চিনের বিশ্বচ্যাম্পিয়ন জুটিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন সুতীর্থা এবং ঐহিকা। চিনের চেন মেং-ওয়াং ইদি জুটিকে ১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯ ব্যবধানে হারান সুতীর্থারা। ম্যাচের শুরু থেকেই শক্তিশালী প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন সুতীর্থা-ঐহিকা।

বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলা। সকলেই যেন ভেবে রেখেছিলেন, এক তরফা হারবেন সুতীর্থারা। কিন্তু পুরো পরিস্থিতিই উল্টে দেন দুই বঙ্গকন্য়া। প্রথম গেমে চিনের জুটিকে মাত্র ৮ মিনিটে হারান। দ্বিতীয় গেমে এক মিনিট সময় বেশি লাগে মাত্র। এমন পরিস্থিতিতে ভুলের পরিমাণও বাড়তে থাকে চিনা জুটির। তৃতীয় গেমে মরিয়া লড়াইয়ে ঘুরে দাঁড়ায় চিনের জুটি। তবে আর কোনও সুযোগ দেননি সুতীর্থারা। চতুর্থ গেম জিতে সেমিফাইনাল ও পদক নিশ্চিত করেন।

টিটিতে দিনের শুরুটা হতাশার হয়েছিল ভারতের। ভুলে ভরা ম্যাচে মেয়েদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালেই বিদায় নেন তারকা প্যাডলার মণিকা বাত্রা। টোকিও অলিম্পিকে এই মণিকাকে নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। জাতীয় দলের কোচ ছিলেন সৌম্যদীপ রায়। তারকা খেলোয়াড় মণিকা বাত্রা গুরুতর অভিযোগ আনেন তাঁর বিরুদ্ধে। সুতীর্থাকে অলিম্পিকে সুযোগ দিতে তাঁকে ম্যাচ ফিক্স করতে বলেছিলেন সৌম্যদীপ, এমন অভিযোগ এনেছিলেন মণিকা। যার জেরে চাকরি চলে চায় তৎকালীন কোচ সৌম্যদীপ রায়ের। সুতীর্থারা পদক নিশ্চিত করে আরও একবার বুঝিয়ে দিলেন, যোগ্যতার বিচারেই সুযোগ পেয়েছেন।

এশিয়ান গেমসের ইতিহাসে এর আগে মেয়েদের ডাবলসে কখনও পদক জেতেনি ভারত। সে কারণেই সুতীর্থা-ঐহিকা জুটির সাফল্যে বাঁধনহারা উচ্ছ্বাস।