Asian Games 2023: সোনালী ইতিহাস থেকে এক ধাপ দূরে শ্রীকান্তরা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 30, 2023 | 10:04 PM

Asian Games 2023, Men's Badminton: শ্রীকান্ত অবশ্য লড়াইয়ে ইতি টানেননি। ১২-২১ ব্যবধানে প্রথম গেম হারলেও ২১-১৬, ২১-১৪ ব্যবধানে বাকি দুই গেম ও ম্যাচ জিতে নেন শ্রীকান্ত। সঙ্গে ভারতের ফাইনালও নিশ্চিত হয়। ব্যাডমিন্টনে ভারতের সেরা সাফল্য থমাস কাপ জয়। এ বার এশিয়ান গেমসে সোনার পদকের সামনে। যদিও লড়াই খুবই কঠিন। এশিয়াডে একাধিক বার সোনাজয়ী তথা আয়োজক চিনের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত।

Asian Games 2023: সোনালী ইতিহাস থেকে এক ধাপ দূরে শ্রীকান্তরা
Image Credit source: PTI

Follow Us

হানঝাউ: কিদম্বি শ্রীকান্ত ম্যাচটা জিততেই উচ্ছ্বাসে ভেসে গেলেন সতীর্থরা। কোচও উত্তেজনা আটকে রাখতে পারলেন না। পারবেনই বা কী করে! এ যে ঐতিহাসিক মুহূর্ত। টিম ইভেন্টে প্রথম বার এশিয়ান গেমস ব্যাডমিন্টনের ফাইনালে ভারত। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। তাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ। স্নায়ুর চাপ সামলে শেষ হাসি ভারতের। প্রথম বার ফাইনালে উঠে একটা লক্ষ্যপূরণ হয়েছে। এ বার সোনালী ইতিহাসের পালা। ৩-২ ব্যবধানের জয়ে পথটা মসৃণ ছিল না ভারতের। স্কোরলাইনে তার কিছুটা যেন বোঝাই যায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব ক্রমতালিকায় সপ্তম স্থানে থাকা এইচ এস প্রণয় ‘ওপেন করেন’। যে কোনও ক্ষেত্রেই শুরুটা ভালো হওয়া প্রয়োজন। টিম ইন্ডিয়াকে তেমনই একটা দুর্দান্ত শুরু দেন প্রণয়। জিওন হিকক জিনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ১৮-২১, ২১-১৬, ২১-১৯ ব্যবধানে জয়। ১-০ এগিয়ে যায় ভারত। কিন্তু পরের ম্যাচেই সাময়িক হতাশা। এ বছর চোখ ধাঁধানো ফর্মে রয়েছে সাত্বিকসাইরাজ-চিরাগ শেঠি জুটি। এ দিন হতাশ করলেন। ডাবলস ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন সিও সিয়ং জায়-কাং মিন হিউ জুটির কাছে সাত্বিকদের হার। স্কোর লাইন ১-১ হয়ে যায়।

ভারতকে লড়াই ফেরান তরুণ শাটলার লক্ষ্য সেন। সিঙ্গলস ম্যাচে লি ইয়ংয়ুকে স্ট্রেট গেমে হারান। লক্ষ্য সেনের ২১-৭, ২১-৯ এর দাপুটে জয়ে ২-১ এগিয়ে যায় ভারত। আর মাত্র একটা জয় প্রয়োজন ছিল। কিন্তু ভারতের আর এক ডাবলস ম্যাচেও হার। অর্জুন ও ধ্রুব কপিল ১৬-২১, ১১-২১’এর স্ট্রেট গেমে হারেন। স্কোর লাইন ২-২। নির্ণায়ক ম্যাচে নামেন দেশের অভিজ্ঞ শাটলার শ্রীকান্ত। তার হার জিতেই নির্ভর করছিল দলের ভাগ্য। ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী শ্রীকান্ত পোড়খাওয়া সৈনিক। নির্ণায়ক ম্যাচে চো জিওনেপের বিরুদ্ধে তিনিও পিছিয়ে পড়েন। তাতে কিছু সময়ের জন্য় ভারতীয় শিবিরে স্নায়ুর চাপ।

শ্রীকান্ত অবশ্য লড়াইয়ে ইতি টানেননি। ১২-২১ ব্যবধানে প্রথম গেম হারলেও ২১-১৬, ২১-১৪ ব্যবধানে বাকি দুই গেম ও ম্যাচ জিতে নেন শ্রীকান্ত। সঙ্গে ভারতের ফাইনালও নিশ্চিত হয়। ব্যাডমিন্টনে ভারতের সেরা সাফল্য থমাস কাপ জয়। এ বার এশিয়ান গেমসে সোনার পদকের সামনে। যদিও লড়াই খুবই কঠিন। এশিয়াডে একাধিক বার সোনাজয়ী তথা আয়োজক চিনের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত।

শনিবারের জয় অন্তত রুপো নিশ্চিত ভারতের। লক্ষ্য নিঃসন্দেহে সোনার পদক। শেষ বার ভারতীয় পুরুষ দল এশিয়াডে কোনও পদক জিতেছিল ১৯৮৬ সালে সিওলে। এ বার পদকের রং ও ভারতীয় ব্যাডমিন্টনে দিন বদলের পালা।

Next Article