Asian Games 2023 Highlights, Day 10: এশিয়াডের দশম দিন জোড়া সোনা-সহ ভারতে এল ৯ পদক

Asian Games 2023 Day 10 Live Updates in Bengali: আজ এশিয়াডের দশম দিন। সপ্তাহের দ্বিতীয় দিন অ্যাকোয়াটিক্স, আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, তাস, কাবাডি, ক্রিকেট, কায়াকিং ও ক্যানোয়িং, দাবা, হকি, সেপাক তাকরাও, স্কোয়াশ, সফ্ট টেনিস, স্পোর্টস ক্লাইম্বিংয়ে অংশ নিলেন ভারতের অ্যাথলিটরা। এশিয়াডের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন এই লাইভব্লগে।

Asian Games 2023 Highlights, Day 10: এশিয়াডের দশম দিন জোড়া সোনা-সহ ভারতে এল ৯ পদক
Asian Games 2023 Highlights, Day 10: এশিয়াডের দশম দিন জোড়া সোনা-সহ ভারতে এল ৯ পদক

Oct 03, 2023 | 7:41 PM

হানঝাউ: ‘ইস বার ১০০ পার’ এর প্রত্যাশা পূরণের পথে আরও একধাপ এগোল ভারত। ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ দশম দিন ছিল। সপ্তাহের প্রথম দিন এসেছিল ৭টি পদক। তবে একটিও সোনা ভারতে আসেনি। আজ, মঙ্গলবার ভারতে এল মোট ৯টি পদক। তার মধ্যে রয়েছে ২টি সোনা। মেয়েদের ৫০০০মিটারে সোনা জিতেছেন পারুল চৌধুরি। এবং মহিলাদের জ্যাভলিন থ্রো থেকে অন্নু রানি সোনা জিতেছেন। ডেকাথলনে রুপো পয়েছেন তেজস্বিন শঙ্কর ও পুরুষদের ৮০০ মিটারে রুপো পেয়েছেন মহম্মদ আফজল। এ ছাড়া আজ এসেছে ৫টি ব্রোঞ্জ পদকও। সবমিলিয়ে দশম দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৬৯টি। TV9Bangla Sports এর এই লাইভব্লগে রইল এশিয়ান গেমসের দশম দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Oct 2023 07:32 PM (IST)

    Asian Games 2023: আজ ভারতে এল ক’টি পদক?

    এশিয়াডের দশম দিন ভারতে এল ৯টি পদক। পারুল চৌধুরি ও অন্নু রানি সোনা জিতেছেন। রুপো পয়েছেন তেজস্বিন শঙ্কর ও মহম্মদ আফজল। আর এসেছে ৫টি ব্রোঞ্জ।

  • 03 Oct 2023 07:29 PM (IST)

    Asian Games, Boxing: নরেন্দ্রর ব্রোঞ্জ

    এশিয়ান গেমসে পুরুষদের ৯২+ বিভাগে ব্রোঞ্জ পেলেন ভারতের নরেন্দ্র বেরওয়াল।

  • 03 Oct 2023 06:44 PM (IST)

    Asian Games, Javelin: জ্যাভলিনে স্বর্ণপদক অন্নু রানির

    এশিয়ান গেমসে মেয়েদের জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের অন্নু রানি। ৬২.৯২ মিটার থ্রো করে সোনা জিতেছেন অন্নু রানি। এ বারের এশিয়াডে এটি ভারতের ১৫তম সোনা।

  • 03 Oct 2023 06:21 PM (IST)

    Asian Games, Athletics: রুপো তেজস্বিন শঙ্করের

    ১৯৭৪ সালের পর ডেকাথলন থেকে পদক এল ভারতে। পুরুষদের ডেকাথলন থেকে ৭৬৬৬ পয়েন্ট অর্জন করে রুপো পেলেন তেজস্বিন শঙ্কর। এই নিয়ে ভারতের ঝুলিতে এল ১৪টি সোনা, ২৬টি রুপো ও ২৭টি ব্রোঞ্জ। মোট ৬৭টি পদক।

  • 03 Oct 2023 06:10 PM (IST)

    Asian Games, Athletics: প্রবীণ চিত্রাভেলের ব্রোঞ্জ

    পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল ১৬.৬৮ মিটার লাফিয়ে ব্রোঞ্জ। শেষ সুযোগ ফাউল করেন। হয়তো পদকের রং বদলাতে পারতো।

  • 03 Oct 2023 06:01 PM (IST)

    Asian Games, Athletics: পুরুষদের ৮০০ মিটারে রুপো মহম্মদ আফজলের

    এশিয়ান গেমসে ছেলেদের ৮০০ মিটারে রুপো মহম্মদ আফজলের। ১.৪৮.৪৩ মিনিটে রেস সম্পূর্ণ করেন আজমল।

  • 03 Oct 2023 05:36 PM (IST)

    Asian Games, Athletics: ট্র্যাক থেকে পারুল চৌধুরি দিলেন সোনা

    এশিয়ান গেমসে মেয়েদের ৫০০০ মিটার ইভেন্টে নেমেছিলেন পারুল চৌধুরি ও অঙ্কিতা ধ্যানী। ট্র্যাক থেকে পারুল চৌধুরি  ভারতকে দিলেন সোনা।

  • 03 Oct 2023 05:34 PM (IST)

    Asian Games, Javelin: জ্যাভলিনে দেখা যাবে না ভারত-পাক দ্বৈরথ

    এ বারের এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে দেখা যাবে না ভারত-পাকিস্তান দ্বৈরথ। চোটের কারণে এশিয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

  • 03 Oct 2023 04:55 PM (IST)

    Asian Games, Women’s 400m Hurdles Final: বিদ্যার ব্রোঞ্জ

    অ্যাথলেটিক্স থেকে ভারতে এল আরও এক পদক। এ বারের এশিয়ান গেমসে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিদ্যা পেলেন ব্রোঞ্জ। ৫৫.৬৮ সেকেন্ডে রেস শেষ করলেন বিদ্যা।

  • 03 Oct 2023 04:49 PM (IST)

    Asian Games, Women’s High Jump Final: অ্যাকশনে পূজা-রুবিনা

    • এশিয়ান গেমসে মেয়েদের হাইজাম্প ফাইনালে অ্যাকশনে পূজা ও রুবিনা যাদব।
    • দু’জনই সহজে ১.৭০ মিটার জাম্প দিতে সফল হয়েছেন।
  • 03 Oct 2023 04:46 PM (IST)

    Asian Games, TRIPLE JUMP FINAL: অ্যাকশনে আবদুল্লা ও প্রবীণ

    • এশিয়ান গেমসে পুরুষদের ট্রিপল জাম্পের ফাইনাল চলছে। অ্যাকশনে আবদুল্লা ও প্রবীণ।
    • প্রথম প্রয়াসে আবদুল্লা আবুবাকের ১৫.৩৯ মিটার লাফালেন।
  • 03 Oct 2023 04:34 PM (IST)

    Asian Games, SQUASH: পদক নিশ্চিত অনাহত-অভয়দের

    কোরিয়ান জুটি ইয়াং-লি-কে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করলেন অনাহত-অভয়রা। ২-১ ব্যবধানে কোরিয়ান স্কোয়াশ জুটিকে হারিয়েছেন অনাহতরা। এর আগে মিক্সড ডাবলসের সেমিফাইনালে প্রবেশ করেছেন দীপিকা-হরিন্দররা।

     

  • 03 Oct 2023 04:23 PM (IST)

    Asian Games, SQUASH: পদক নিশ্চিত করলেন সৌরভ

    ভারতের স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল পুরুষদের কোয়ার্টার ফাইনালে জাপানের রিয়ুনসুকে সুকুকে ৩-০ ব্যবধানে হারিয়েছেন।  সৌরভ পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে। এবং ভারতের হয়ে পদক নিশ্চিত করলেন তিনি। এর আগে স্কোয়াশে মিক্সড ডাবলস থেকে পদক নিশ্চিত করেছেন দীপিকা ও হরিন্দর।

  • 03 Oct 2023 03:46 PM (IST)

    Asian Games, Badminton: প্রি-কোয়ার্টারে শ্রীকান্ত

    এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টারে উঠলেন কিদাম্বি শ্রীকান্ত। তিনি লি-কে হারিয়েছেন ২১-১৬, ২১-১১ ব্যবধানে।

  • 03 Oct 2023 03:39 PM (IST)

    Asian Games, Squash: মিক্সড ডাবলসে পদক নিশ্চিত

    এশিয়ান গেমসে মিক্সড ডাবলস স্কোয়াশে পদক নিশ্চিত করলেন ভারতের দীপিকা পাল্লিকার ও হরিন্দর পাল সিং। ফিলিপিন্সের প্লেয়ারদের ২-১ ব্যবধানে হারিয়েছেন দীপিকা-হরিন্দররা। হানঝাউ গেমসে এই প্রথম বার স্কোয়াশে মিক্সড ডাবলস অন্তর্ভূক্ত হয়েছে।

  • 03 Oct 2023 03:02 PM (IST)

    Asian Games, Kabaddi: কোরিয়ানদের হারাল ভারতের মেয়েরা

    এশিয়ান গেমসে কাবাডিতে ভারতের মেয়েরা গ্রুপ-এ এর ম্যাচে কোরিয়াকে ৫৬-২৩ ব্যবধানে হারাল। আগামিকাল থাইল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে ভারতের মেয়েরা।

  • 03 Oct 2023 02:47 PM (IST)

    Asian Games, Boxing: প্যারিসের টিকিট পেলেন যাঁরা…

    এশিয়ান গেমস থেকে চার ভারতীয় বক্সার পেলেন প্যারিস অলিম্পিকের কোটা।

  • 03 Oct 2023 02:45 PM (IST)

    Asian Games, Boxing: প্রীতির ব্রোঞ্জ

    ভারতের বক্সার প্রীতি সেমিফাইনালে হেরে গেলেন চিনের বক্সারের কাছে। ইউয়ান চ্যাংয়ের বিরুদ্ধে ১-৪ হেরে গেলেন ভারতীয় বক্সার। ৫৪কেজি বিভাগে তাই ব্রোঞ্জ পেলেন প্রীতি।

  • 03 Oct 2023 10:34 AM (IST)

    Asian Games, BADMINTON: রাউন্ড অব সিক্সটিনে প্রণয়

    পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মঙ্গোলিয়ার বি মুঙ্খাবাতকে ২১-৯, ২১-১২ ব্যবধানে হারালেন এইচএস প্রণয়। তিনি পৌঁছে গেলেন রাউন্ড অব সিক্সটিনে।

  • 03 Oct 2023 10:31 AM (IST)

    Asian Games, SQUASH: জাপানকে হারাল ভারত

    মিক্সড ডাবলসে পুল-এ-র ম্যাচে জাপানকে ২-০ ব্যবধানে হারাল ভারত।

  • 03 Oct 2023 10:30 AM (IST)

    Asian Games, BADMINTON: শেষ ১৬-য় সিন্ধু

    চাইনিজ তাইপের ওয়েন সি হসুর বিরুদ্ধে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ২১-১০, ২১-১৫ ব্যবধানে জিতলেন পিভি সিন্ধু। তিনি পৌঁছে গেলেন শেষ-১৬য়।

  • 03 Oct 2023 10:05 AM (IST)

    Asian Games, Archery: আর্চারিতে সোনা, রুপো আসছেই

    ওজেশ প্রবীণ দেওতলে ১৫ তিরের খেলায় ১৫০ পয়েন্ট তুললেন। অর্থাৎ, ১৫টা অ্যারো থেকেই এনেছেন পারফেক্ট টেন। মহারাষ্ট্রের ছেলে আর্চারি কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের উঠলেন প্রবীণ। অভিষেক আগেই ফাইনালে উঠেছিলেন। এশিয়ান গেমসের এই ইভেন্টে মুখোমুখি নামবেন প্রবীণ ও অভিষেক। সোনা, রুপো আসছেই। এই ইভেন্টের ফাইনাল ৭ অক্টোবর।

  • 03 Oct 2023 09:55 AM (IST)

    Asian Games, Cricket: ২৩ রানে জিতল ভারত

    নেপালের বিরুদ্ধে ২৩ রানে জিতল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নেপাল তোলে ১৭৯ রান।

  • 03 Oct 2023 09:45 AM (IST)

    Asian Games, Archery: রুপো নিশ্চিত করলেন অভিষেক

    কোরিয়ার জে হুনজুনকে সেমিফাইনালে মাত্র ২ পয়েন্টে হারিয়ে আর্চারির কামপাউন্ড বিভাগের ফাইনালে ভারতের অভিষেক ভার্মা। রুপো নিশ্চিত করলেন তিনি। মেয়েদের ইভেন্টেও ফাইনালে উঠেছেন ভারতের জ্যোতি সুরেখা।

  • 03 Oct 2023 09:28 AM (IST)

    Asian Games, Cricket: নেপালের পঞ্চম উইকেটের পতন

    ১৪.২ ওভারে রবি বিষ্ণোই তুলে নিলেন দীপেন্দ্র সিংয়ের উইকেট। ৫ নম্বর উইকেট হারিয়ে ফেলল নেপাল।

  • 03 Oct 2023 09:07 AM (IST)

    Asian Games, Archery: আর্চারিতে সোনার ম্য়াচে নামবেন জ্যোতি

    ভারতেরই অদিতি গোপীচাঁদকে হারিয়ে আর্চারি কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জ্যোতি সুরেখা। ১৩তম শট পর্যন্ত ১ পয়েন্টে পিছিয়ে ছিলেন জ্যোতি। কিন্তু শেষ সিরিজে তিনটে পারফেক্ট টেন শট নিয়ে ফাইনালে উঠে পড়লেন জ্যোতি। অদিতি শেষ সিরিজে চাপ রাখতে পারেননি। আর্চারিতে সোনার ম্য়াচে নামবেন জ্যোতি।

  • 03 Oct 2023 09:06 AM (IST)

    Asian Games, CRICKET: ইনিংসের মাঝপথে নেপাল

    ভারতের বিরুদ্ধে ২০৩ রান তোলার পথে নেপালের ১০ ওভারের খেলা শেষ। ইনিংসের মাঝপথে নেপাল ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৩ রান। জিততে হলে বাকি ৬০ বলে নেপালকে তুলতে হবে ১৩০ রান। ক্রিজে রোহিত পাউডেল ও কুশল মল্লা।
  • 03 Oct 2023 09:02 AM (IST)

    Asian Games, CRICKET: নেপালের দ্বিতীয় উইকেটের পতন

    কুশল ভূর্তেলের উইকেট তুলে নিলেন সাই কিশোর। ২০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেট হারাল নেপাল। ৩২ বলে ২৮ করে ফিরলেন ভূর্তেল। এটি আন্তর্জাতিক টি-২০-তে সাই কিশোরের প্রথম উইকেট।
  • 03 Oct 2023 08:54 AM (IST)

    ক্যানোয়িতে ব্রোঞ্জ ভারতের

    এশিয়ান গেমসে অর্জুন সিং, সুনীল সিং জুটি ব্রোঞ্জ তুলে নিলেন ১ হাজার মিটার ক্যানোয়ি ডাবলস থেকে।

  • 03 Oct 2023 08:10 AM (IST)

    Asian Games, CRICKET: নেপালকে ২০৩ রানের লক্ষ্য দিল ভারত

    এশিয়ান গেমসে আজ যাত্রা শুরু করল ভারতীয় ক্রিকেট টিম। সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল। কোয়ার্টার ফাইনালে ৪ উইকেট হারিয়ে ভারত তুলেছে ২০২ রান। নেপালকে জিততে হলে তুলতে হবে ২০৩ রান।