
হানঝাউ: ‘ইস বার ১০০ পার’ এর প্রত্যাশা পূরণের পথে আরও একধাপ এগোল ভারত। ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ দশম দিন ছিল। সপ্তাহের প্রথম দিন এসেছিল ৭টি পদক। তবে একটিও সোনা ভারতে আসেনি। আজ, মঙ্গলবার ভারতে এল মোট ৯টি পদক। তার মধ্যে রয়েছে ২টি সোনা। মেয়েদের ৫০০০মিটারে সোনা জিতেছেন পারুল চৌধুরি। এবং মহিলাদের জ্যাভলিন থ্রো থেকে অন্নু রানি সোনা জিতেছেন। ডেকাথলনে রুপো পয়েছেন তেজস্বিন শঙ্কর ও পুরুষদের ৮০০ মিটারে রুপো পেয়েছেন মহম্মদ আফজল। এ ছাড়া আজ এসেছে ৫টি ব্রোঞ্জ পদকও। সবমিলিয়ে দশম দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৬৯টি। TV9Bangla Sports এর এই লাইভব্লগে রইল এশিয়ান গেমসের দশম দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।
এশিয়াডের দশম দিন ভারতে এল ৯টি পদক। পারুল চৌধুরি ও অন্নু রানি সোনা জিতেছেন। রুপো পয়েছেন তেজস্বিন শঙ্কর ও মহম্মদ আফজল। আর এসেছে ৫টি ব্রোঞ্জ।
India at Asian Games: 9 medals for 🇮🇳 today:
2 🥇 | 2 🥈 | 5 🥉🥇 : Parul Chaudhary 5000m
🥇 : Annu Rani | Javelin Throw
🥈 : Muhammed Afsal | 800m
🥈 : Tejaswin Shankar | Decathlon
🥉 : Arjun Singh/Sunil Singh | Canoeing
🥉 : Preeti | Boxing
🥉 : Vithya | 400m Hurdles…— India_AllSports (@India_AllSports) October 3, 2023
এশিয়ান গেমসে পুরুষদের ৯২+ বিভাগে ব্রোঞ্জ পেলেন ভারতের নরেন্দ্র বেরওয়াল।
এশিয়ান গেমসে মেয়েদের জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের অন্নু রানি। ৬২.৯২ মিটার থ্রো করে সোনা জিতেছেন অন্নু রানি। এ বারের এশিয়াডে এটি ভারতের ১৫তম সোনা।
১৯৭৪ সালের পর ডেকাথলন থেকে পদক এল ভারতে। পুরুষদের ডেকাথলন থেকে ৭৬৬৬ পয়েন্ট অর্জন করে রুপো পেলেন তেজস্বিন শঙ্কর। এই নিয়ে ভারতের ঝুলিতে এল ১৪টি সোনা, ২৬টি রুপো ও ২৭টি ব্রোঞ্জ। মোট ৬৭টি পদক।
পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল ১৬.৬৮ মিটার লাফিয়ে ব্রোঞ্জ। শেষ সুযোগ ফাউল করেন। হয়তো পদকের রং বদলাতে পারতো।
এশিয়ান গেমসে ছেলেদের ৮০০ মিটারে রুপো মহম্মদ আফজলের। ১.৪৮.৪৩ মিনিটে রেস সম্পূর্ণ করেন আজমল।
এশিয়ান গেমসে মেয়েদের ৫০০০ মিটার ইভেন্টে নেমেছিলেন পারুল চৌধুরি ও অঙ্কিতা ধ্যানী। ট্র্যাক থেকে পারুল চৌধুরি ভারতকে দিলেন সোনা।
এ বারের এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে দেখা যাবে না ভারত-পাকিস্তান দ্বৈরথ। চোটের কারণে এশিয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
World Championships silver medallist Pakistan’s Arshad Nadeem pulls out of javelin throw event at #AsianGames
— Press Trust of India (@PTI_News) October 3, 2023
অ্যাথলেটিক্স থেকে ভারতে এল আরও এক পদক। এ বারের এশিয়ান গেমসে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিদ্যা পেলেন ব্রোঞ্জ। ৫৫.৬৮ সেকেন্ডে রেস শেষ করলেন বিদ্যা।
ভারতের স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল পুরুষদের কোয়ার্টার ফাইনালে জাপানের রিয়ুনসুকে সুকুকে ৩-০ ব্যবধানে হারিয়েছেন। সৌরভ পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে। এবং ভারতের হয়ে পদক নিশ্চিত করলেন তিনি। এর আগে স্কোয়াশে মিক্সড ডাবলস থেকে পদক নিশ্চিত করেছেন দীপিকা ও হরিন্দর।
এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টারে উঠলেন কিদাম্বি শ্রীকান্ত। তিনি লি-কে হারিয়েছেন ২১-১৬, ২১-১১ ব্যবধানে।
Kidambi Srikanth advances into Pre-QF of Men’s Singles.
Srikanth beats Lee Yungyu (WR 122) 21-16, 21-11 in 2nd round. #IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2022 pic.twitter.com/EB2YSvsCiI
— India_AllSports (@India_AllSports) October 3, 2023
এশিয়ান গেমসে মিক্সড ডাবলস স্কোয়াশে পদক নিশ্চিত করলেন ভারতের দীপিকা পাল্লিকার ও হরিন্দর পাল সিং। ফিলিপিন্সের প্লেয়ারদের ২-১ ব্যবধানে হারিয়েছেন দীপিকা-হরিন্দররা। হানঝাউ গেমসে এই প্রথম বার স্কোয়াশে মিক্সড ডাবলস অন্তর্ভূক্ত হয়েছে।
Medal assured 🚨 Great news from the #Squash court!
🇮🇳’s mixed doubles pair, @DipikaPallikal & @sandhu_harinder secured a spot in the Semi-Finals by defeating the Philippines’ team in the QFs.
Congratulations and all the best to both💪🏻👏#AsianGames2022#Cheer4India… pic.twitter.com/tzRYDKB9Of
— SAI Media (@Media_SAI) October 3, 2023
এশিয়ান গেমসে কাবাডিতে ভারতের মেয়েরা গ্রুপ-এ এর ম্যাচে কোরিয়াকে ৫৬-২৩ ব্যবধানে হারাল। আগামিকাল থাইল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে ভারতের মেয়েরা।
এশিয়ান গেমস থেকে চার ভারতীয় বক্সার পেলেন প্যারিস অলিম্পিকের কোটা।
4 Indian Boxers who have booked spot for Paris Olympics:
✨ Nikhat Zareen (50kg)
✨ Preeti Pawar (54kg)
✨ Parveen Hooda (57kg)
✨ Lovlina Borgohain (75kg) #IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2023 pic.twitter.com/WgFdeisb59— India_AllSports (@India_AllSports) October 3, 2023
ভারতের বক্সার প্রীতি সেমিফাইনালে হেরে গেলেন চিনের বক্সারের কাছে। ইউয়ান চ্যাংয়ের বিরুদ্ধে ১-৪ হেরে গেলেন ভারতীয় বক্সার। ৫৪কেজি বিভাগে তাই ব্রোঞ্জ পেলেন প্রীতি।
পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মঙ্গোলিয়ার বি মুঙ্খাবাতকে ২১-৯, ২১-১২ ব্যবধানে হারালেন এইচএস প্রণয়। তিনি পৌঁছে গেলেন রাউন্ড অব সিক্সটিনে।
মিক্সড ডাবলসে পুল-এ-র ম্যাচে জাপানকে ২-০ ব্যবধানে হারাল ভারত।
চাইনিজ তাইপের ওয়েন সি হসুর বিরুদ্ধে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ২১-১০, ২১-১৫ ব্যবধানে জিতলেন পিভি সিন্ধু। তিনি পৌঁছে গেলেন শেষ-১৬য়।
ওজেশ প্রবীণ দেওতলে ১৫ তিরের খেলায় ১৫০ পয়েন্ট তুললেন। অর্থাৎ, ১৫টা অ্যারো থেকেই এনেছেন পারফেক্ট টেন। মহারাষ্ট্রের ছেলে আর্চারি কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের উঠলেন প্রবীণ। অভিষেক আগেই ফাইনালে উঠেছিলেন। এশিয়ান গেমসের এই ইভেন্টে মুখোমুখি নামবেন প্রবীণ ও অভিষেক। সোনা, রুপো আসছেই। এই ইভেন্টের ফাইনাল ৭ অক্টোবর।
নেপালের বিরুদ্ধে ২৩ রানে জিতল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নেপাল তোলে ১৭৯ রান।
কোরিয়ার জে হুনজুনকে সেমিফাইনালে মাত্র ২ পয়েন্টে হারিয়ে আর্চারির কামপাউন্ড বিভাগের ফাইনালে ভারতের অভিষেক ভার্মা। রুপো নিশ্চিত করলেন তিনি। মেয়েদের ইভেন্টেও ফাইনালে উঠেছেন ভারতের জ্যোতি সুরেখা।
🏹 SILVER ASSURED! 🥈@archer_abhishek secured his spot in the Men’s Individual Compound Final with a spectacular victory over Joo Jaehoon from Korea, with a scoreline of 147-145! 🇮🇳💪
With this win, Abhishek guarantees 🇮🇳 a SILVER MEDAL! 🥈🇮🇳
Let’s send him our best wishes as… pic.twitter.com/J9p1yoHOkp
— SAI Media (@Media_SAI) October 3, 2023
১৪.২ ওভারে রবি বিষ্ণোই তুলে নিলেন দীপেন্দ্র সিংয়ের উইকেট। ৫ নম্বর উইকেট হারিয়ে ফেলল নেপাল।
ভারতেরই অদিতি গোপীচাঁদকে হারিয়ে আর্চারি কম্পাউন্ডের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জ্যোতি সুরেখা। ১৩তম শট পর্যন্ত ১ পয়েন্টে পিছিয়ে ছিলেন জ্যোতি। কিন্তু শেষ সিরিজে তিনটে পারফেক্ট টেন শট নিয়ে ফাইনালে উঠে পড়লেন জ্যোতি। অদিতি শেষ সিরিজে চাপ রাখতে পারেননি। আর্চারিতে সোনার ম্য়াচে নামবেন জ্যোতি।
এশিয়ান গেমসে অর্জুন সিং, সুনীল সিং জুটি ব্রোঞ্জ তুলে নিলেন ১ হাজার মিটার ক্যানোয়ি ডাবলস থেকে।
🥉🚣♂️ Medal Alert 🚣♂️🥉
Huge cheers for Arjun Singh and Sunil Singh Salam! 🙌🇮🇳.
The duo has clinched a well-deserved Bronze in the Men’s Canoe Double 1000m event with a timing of 3.53.329 at the #AsianGames2022! 🚣♂️
🇮🇳 Let’s cheer out loud for our champs🥳#Cheer4India… pic.twitter.com/sYMxuCqHLL
— SAI Media (@Media_SAI) October 3, 2023
এশিয়ান গেমসে আজ যাত্রা শুরু করল ভারতীয় ক্রিকেট টিম। সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সওয়াল। কোয়ার্টার ফাইনালে ৪ উইকেট হারিয়ে ভারত তুলেছে ২০২ রান। নেপালকে জিততে হলে তুলতে হবে ২০৩ রান।