Asian Games 2023 Schedule Today, 28 September: উসুতে সোনার প্রত্যাশা, ভল্টের ফাইনালে নামছেন প্রণতি; জেনে নিন সূচি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 28, 2023 | 2:28 AM

Asian Games 2023 Day-10 Schedule in Bengali: টেবল টেনিস: মেয়েদের সিঙ্গলস, রাউন্ড অফ ৩২ (সৃজা আকুলা, মণিকা বাত্রা), পুরুষদের ডাবলস রাউন্ড অফ ৩২, (মানুষ শাহ/ বিকাশ ঠাক্কর, শরথ কমল/ সাথিয়া জ্ঞানেশ্বরণ), মেয়েদের ডাবলস রাউন্ড অফ ৩২, (সুতীর্থা মুখোপাধ্যায়/ ঐহিকা মুখোপাধ্যায়), দুপুর ২.০৫ থেকে। পুরুষদের সিঙ্গল রাউন্ড অব ৩২ (শরথ কমল), মেয়েদের ডাবল, রাউন্ড অফ ৩২ (সৃজা আকুলা/ দিয়া চিতালে)।

Asian Games 2023 Schedule Today, 28 September: উসুতে সোনার প্রত্যাশা, ভল্টের ফাইনালে নামছেন প্রণতি; জেনে নিন সূচি
Image Credit source: X

Follow Us

কলকাতা: এশিয়ান গেমসে বুধবার মোট আটটি পদক জিতেছে। আজ আরও পদকের প্রত্যাশায় দিন শুরু করবে টিম ইন্ডিয়া। সবচেয়ে বেশি নজর থাকবে উসুতে। সোনার পদকের ম্যাচে নামছেন রোশিবিনা দেবী। হয়তো দিনের শুরুটা সোনার পদকেই হল! বাংলার ক্রীড়া প্রেমীদের নজর থাকবে জিমন্যাস্টিক্সে। অলরাউন্ড এবং ভল্টের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বাংলার প্রণতি নায়েক। যদিও অলরাউন্ড ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন। ভল্টের ফাইনালে ফোকাস করতেই সম্ভবত এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ ভল্টের ফাইনালে নামছেন প্রণতি। তেমনই নজর থাকবে ইকুস্ট্রিয়ানের ড্রেসজ ব্যক্তিগত ইভেন্টে। এশিয়াডে আজ ভারতের সূচি, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

একনজরে ভারতের সূচি ও সময়

  1. ব্যাডমিন্টন: মেয়েদের টিম ইভেন্ট, ভারত বনাম মঙ্গোলিয়া, সকাল ৬.৩০।
  2. উসু- মেয়েদের ৬০ কেজি, গোল্ড মেডেল ম্যাচ, নাওরেম রোশিবিনা দেবী বনাম উই শিয়াউই, সকাল ৭.১২।
  3. সাইক্লিং: নীরজ কুমার, পুরুষদের স্ক্র্যাচ রেস (কোয়ার্টার ফাইনাল), সকাল ৭.৩০। পুরুষদের স্প্রিন্ট (কোয়ার্টার ফাইনাল)।
  4. সুইমিং: পদকের ইভেন্ট- আর্য নেহরা ও কুশাগ্র রাওয়াত, পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল ফাস্ট হিট, সকাল ৫.৪৬ থেকে। মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল হিট (শিবাঙ্গী শর্মা) সকাল ৭.৩০ থেকে। পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই হিট (বীরদয়াল খাড়ে) সকাল ৭.৩০। পুরুষ ও মহিলাদের 4×400 ফ্রিস্টাইল রিলে হিট, সকাল ৭.৩০। মহিলাদের 4×200 মিটার ফ্রিস্টাইল রিলে হিট, সকাল ৯.০৫।
  5. শুটিং: ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত কোয়ালিফিকেশন এবং টিম ফাইনাল (অর্জুন সিং চিমা, সরবজ্যোৎ সিং, শিব নারওয়াল) সকাল ৯টা থেকে। স্কিট মিক্সড টিম (যোগ্যতা অর্জন) অনন্ত জিৎ সিং নারুকা, গনেমত সেখোন, সকাল ১০টা থেকে (যোগ্যতা অর্জন করলে সোনা, ব্রোঞ্জ পদকের ম্যাচ)। স্কিট মিক্সড টিম (ব্রোঞ্জ ও সোনার পদকের ম্যাচ) সকাল ৬.৩০।
  6. স্কোয়াশ: মহিলাদের টিম ইভেন্ট, ভারত বনাম মালয়েশিয়া, সকাল ১০টা। পুরুষদের টিম ইভেন্ট, ভারত বনাম নেপাল, দুপুর ১.৩০ থেকে।
  7. বক্সিং: মেয়েদের ৬০ কেজি প্রি-কোয়ার্টার (জেসমিন) দুপুর ১২টা, পুরুষদের ৫১ কেজি প্রি-কোয়ার্টার (দীপক), সকাল ৫.৩০, পুরুষদের ৭১ কেজি, প্রি-কোয়ার্টার (নিশান্ত দেব), সকাল ৬.৪৫ থেকে।
  8. ইকুস্ট্রিয়ান: পদকের ইভেন্ট, ড্রেসজ ব্যক্তিগত ফ্রিস্টাইল রাউন্ড (হৃদয় ছেডা, অনুষ আগরওয়াল্লা) দুপুর ১২.৩০ থেকে।
  9. জিমন্যাস্টিক্স: পদকের ইভেন্ট মহিলাদের ভল্ট ফাইনাল, প্রণতি নায়েক, দুপুর ১২টা থেকে।
  10. টেনিস : পুরুষদের ডাবলস সেমিফাইনাল, মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনাল, দুপুর ২টোর পর।
  11. টেবল টেনিস: মেয়েদের সিঙ্গলস, রাউন্ড অফ ৩২ (সৃজা আকুলা, মণিকা বাত্রা), পুরুষদের ডাবলস রাউন্ড অফ ৩২, (মানুষ শাহ/ বিকাশ ঠাক্কর, শরথ কমল/ সাথিয়া জ্ঞানেশ্বরণ), মেয়েদের ডাবলস রাউন্ড অফ ৩২, (সুতীর্থা মুখোপাধ্যায়/ ঐহিকা মুখোপাধ্যায়), দুপুর ২.০৫ থেকে। পুরুষদের সিঙ্গল রাউন্ড অব ৩২ (শরথ কমল), মেয়েদের ডাবল, রাউন্ড অফ ৩২ (সৃজা আকুলা/ দিয়া চিতালে)।
  12. ফুটবল: পুরুষদের প্রি-কোয়ার্টার ফাইনাল, ভারত বনাম সৌদি আরব, বিকেল ৫টা।
  13. হকি: পুরুষদের গ্রুপ পর্ব, ভারত বনাম জাপান, বিকেল ৬.১৫।
  14. ব্রিজ (তাস): পুরুষ, মহিলা, মিক্সড টিম রাউন্ড রবিন।
  15. গল্ফ: মেয়েদের ব্যক্তিগত এবং টিম ইভেন্ট, প্রণবী, অবনী প্রশান্ত, অদিতি অশোক, ভোর ৪টে। পুরুষদের টিম ইভেন্ট, অনির্বাণ লাহিরি, এসএসএসপি চৌরাসিয়া, খালিন যোশী, শুভঙ্কর শর্মা, সকাল ৮টা থেকে।
Next Article